ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর
মাধ্যমিক স্তরে শিখন ও শেখানো পদ্ধতির মানোন্নয়ন ও বিমূর্ত বিষয়গুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে শুরু হয়েছে শিক্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। এখন শিক্ষকরাও এ ধরণের কনটেন্ট তৈরি করতে পারবেন অতি সাধারণ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে। এতে থাকবে নানা ধরণের ছবি, ভিডিও এবং এনিমেশন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও শিক্ষা মন্ত্রণালয়ের টিকিউআই (টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট) প্রকল্পের আওতায় সারাদেশের টিচার্স ট্রেনিং কলেজসমূহের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সারাদেশের টিচার্স ট্রেনিং কলেজসমূহের শিক্ষক প্রশিক্ষকদের নিয়ে একটি রিসোর্সপুল তৈরী করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত ৭ দিন ব্যাপী প্রথম কর্মশালা শূরু হলো আজ শনিবার। সারা দেশের ১৪ টি টিচার্স টেনিং কলেজের ২৮ জন প্রশিক্ষক এই কর্মশালায় অংশ নিচ্ছেন। এর আগে গত ৩ জুন ময়মনসিংহ টিচার্স টেনিং কলেজে (মহিলা) প্রথম ব্যাচে ২৮ জন শিক্ষক প্রশিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও এটুআই এর জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এই কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করে বিমূর্ত ও কঠিন বিষয়বস্তুগুলোকে শিক্ষার্থীদের জন্য কীভাবে আকর্ষণীয় ও মূর্ত ধারণা দেয়া যায় সে বিষয়ে ও ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ” তিনি আরো জানান, "প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে একটি করে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ করার পরিকল্পনা রয়েছে। সেখানে একটি ল্যাপটপ ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর থাকবে যেটি ব্যবহার করে শিক্ষকগণ আইসিটির মাধ্যমে শিখন-শিখানো কার্যক্রম আরো প্রাণবন্ত, সহজবোধ্য, শিক্ষার্থীকেন্দ্রিক ও কার্যকর করে তুলবেন। "
শিক্ষা মন্ত্রণালয়ের টিকিউআই (টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট) এর প্রকল্প পরিচালক নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শ্রেণীকক্ষের পাঠদান প্রক্রিয়াকে আরো আকর্ষণীয়, আধুনিক এবং কার্যকর করবে। ' তিনি আরো বলেন, "৭ দিনের এই কর্মশালায় প্রশিক্ষকরা যা শিখবেন আশা করি সেটি সারা দেশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে শিক্ষার সামগ্রিক গুণগত মান পরিবর্তন করা সম্ভব হবে।
’’
আরো জানতে এবং আপডেট থাকতে: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।