দৃষ্টির ধর্ম বড় কঠিন
ফাতেহার জন্য এলিজি
বেলাল আহমেদ
তোর গায়ের রঙে এখনও কি শেওলা প্রতিভাত হয়?
দেয়ালে বসে থাকা পাখি
আমি এখনও শিখিনি ওভাবে উড়তে কিংবা বসতে কোথাও
বাকা বাকা বাকবিতন্ডা-
কোরাসের ঢেউ; ঢেউয়ে ভেসে উঠা তোর নাম
এখনও শিখিনি তেমন।
অননুবাদ্য কিছু ভাষা থাকে, দুরবোধ্য থাকে কিছু স্মৃতি,
বুকের গভীরে আজও জ্বলে নাকি উজ্জ্বল ঝিলিক কোনো?
আকাঙ্খার হরিয়াল পাখি আজও কি দেয়ালে বসে?
যদি হয় বলিস- একদিন বলিস তুই-
আমি তার দুইমুঠো প্রেমের পলি নিয়ে-
পলাতক রয়ে যাবো আরো কিছুদিন।
যে পথে মলিন কোরাস; ্যে মনে বিবাগী ক্লেদ;
সে মনে কোনোদিন জানি আসবেনা, আসবেনা প্রেম।
প্রকাশিত ঃ যুগভেরী ঈদ সংখ্যা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।