দেশের সম্পদ দেশেই রাখুন
মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসন চাঁদপুর-১ শূন্য ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসনে আবার নির্বাচন হবে।
দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা আলমগীরের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর উচ্চ আদালতও ইসির ওই সিদ্ধান্তের পক্ষে রায় দেয়।
তবে সম্প্রতি উচ্চ আদালত ওই দুর্নীতি মামলায় আলমগীরকে অব্যাহতি দিয়েছে।
ফলে নতুন করে নির্বাচন হলে তাতে আলমগীরের প্রার্থী হতে বাধা থাকছে না বলে আইনজীবীরা বলছেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের অনুলিপি পাওয়ার পর বুধবার চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণার বিষয়ে বৈঠকে বসে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা দুপুরে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
রায়ের অনুলিপি মঙ্গলবার কমিশনে পৌঁছে। আসনটি শূন্য ঘোষণা করার পর ইসি এখন গেজেট প্রকাশ করবে।
এরপর তা সংসদ সচিবালয়ের মাধ্যমে স্পিকারকে জানাবে।
গেজেট প্রাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে ইসিকে।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আলমগীর চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ লাখ ৭ হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এহছানুল হক মিলন। তিনি পেয়েছিলেন ৮০ হাজার ৮৭২ ভোট।
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়।
এরপর হাইকোর্টে আলমগীর রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তা-ও খারিজ হয়।
বর্তমান সংসদে এর আগে ভোলা-৩ আসনটি আদালতের আদেশে শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন করে ইসি।
-------
কপি-পেষ্ট ফ্রম বিডিনিউজ ডট কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।