আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ...
গতকাল ঘুমাতে দেরী হয়ে গেছে। তার মধ্যে আবার ফোন। ঘুমন্ত অবস্থায়ই রিসিভ করলাম ফোন।
-হ্যালো, কি সমস্যা?
-দোস্ত তারাতারি ক্যাম্পাসে আয়।
-ক্যান ক্যাম্পাসে কি পড়ীরা নামছে না'কি?
-হ্যা সেইরকম মাল দোস্ত, তারাতারি আয়, মিস করবি।
-নারে দোস্ত বেগানা নারীর দিকে আমি তাকাই না। (আসলে ঘুম পাচ্ছে)
পরে অবশ্য হৃদয়ের টানে না এসে পারলাম না। ভার্সিটি বলে কথা। হাটতে লাগলাম একা একা। দেখি কয়েকটি মেয়ে রাস্তায় দাড়িয়ে কারো জন্য হয়তো অপেক্ষা করছে হয়তো।
পাশ দিয়ে হেটে যাচ্ছি। বিজয়ের হাসি হেসে যাচ্ছে, একদম খিলখিল করে, মনে হয় মুক্তো ঝড়ছে। আমি যে একটা প্রাণী তাদের সামনে দিয়ে হেটে যাচ্ছি এই ব্যপারে তারা একেবারেই বেপরোয়া। এমনিতেই ছেলেদের একটা সাইকোলোজি, এরকম সিচুয়েশনে কোন মেয়ে হাসলে সে মনে করে তাকে দেখেই হাসছে। মেয়েদের ক্ষেত্রে কি হয় তা আমার জানা নাই।
যাত্রাপথেই মেজাজটা বিলা হইয়া গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।