আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন

আমি মানুষ, আমি রাজনীতীবিদ নই... আমার প্রথম ব্লগ এই অন্যকোথাও। আমার কিছুই বলার নাই। আমি শুধু দেখি, শুণি এবং শিখি। আমি দেখি কিভাবে ডিমের দাম ৩ টাকা থেকে ৯ টাকা হয়। আমি শুনেছি ব্যবসায়িদের পতিতা সাদৃশ্য হাঁসি।

আমরা সাধারণ মানুষ সবাই তাদের সেবা গ্রহীতা। আমাদের কিছুই বলার থাকেনা। আমাদেরকে সুদৃশ্য মোড়ক দিলেই আমরা খুশি। আমরা আর খোলা জিনিষে আস্থা রাখতে পারিনা। কিন্তু নিজেদেরকে আমরা খোলা রাখতে পছন্দ করি পাশ্চাত্য ধাঁছে।

শুণতে পছন্দ করি পাশ্চাত্য সংগিত। নকল করি এবং বলাৎকার করি আমাদের সংস্কৃতিকে। আমি শুণি আর.জে-দের কচকচানি। আমার কর্ণ ব্যাথা হয়ে যায় অব্যাক্ত ব্যদনাতে। আমার এই ব্যাথা শারিরিক নয় আমার এই ব্যাথা মানসিক।

আমি অসহায়, আমি একা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।