//
সামুতে নানা মতের বয়সের ব্লগার যেমন আছে তেমনি লেখার বিষয়বস্তুতেও আছে বৈচিত্র। একেকজন একেকধাচের লেখা আগ্রহ নিয়ে পড়ে।
আমি জানতে চাচ্ছি আপনি আগ্রহ নিয়ে ব্লগের কোন ধরনের লেখাগুলো পড়েন। মানে পড়ার ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ কোনটি।
এই জরিপের মূল উদ্দেশ্য হল ব্লগারদের পছন্দের কথা জানতে পারা যাতে নতুন ব্লগাররা পাঠকপ্রিয় লেখাগুলো লেখার চেষ্টা করে।
আমি আমার প্রিয় বিষয় উল্লেখ করছি। দয়া করে আপনারাও শেয়ার করুন।
১-পত্রিকার কপিপেস্ট। (মূলত আমি পত্রিকা কম পড়ি কারন জানি সামুতে গুরুত্বপূর্ণ সংবাদগুলো পাওয়া যাবে। )
২-রম্য/জোকস।
৩-ফিচার।
৪-ভ্রমণ।
৫-রাজনৈতিক বিতর্ক।
অন্য বিষয়গুলোও আমি পড়ি তবে এই ৫ বিষয়ের পোস্টগুলো আমি আগ্রহ নিয়ে পড়ি।
পাঠক হিসাবে মনে হয় আমি ফালতু টাইপ।
আপডেট-
বিষয় প্রাপ্ত ভোট
রম্য/জোকস= ১০
ছবি=৮
গল্প=৮
কবিতা=৭
ভ্রমণ=৬
টেকি=৫
ফিচার=৫
রাজনৈতিক=৪
মুভি রিভিউ=৪
নাস্তিক-আস্তিক=৪
আড্ডা=৪
বিশ্লেষনধর্মী=৩
সচেতনামূলক=৩
পত্রিকার কপিপেস্ট=৩
আত্নকথা/স্মৃতিচারণ=৩
স্বাস্থ্য বিষয়ক=২
ঐতিহাসিক=২
বিজ্ঞান=২
গান বিষয়ক=১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।