Only I know what is my goal, My heart is my temple.
কথা ও সুর: কাজী সায়েমুজ্জামান
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ
আগামীর নতুন বাংলাদেশ।
গড়বেই গড়বেই গড়বেই গড়বে,
২৮তম বিসিএস।
আমরা দেশকে রাখবো দুর্নীতিমুক্ত,
সত্য ও ন্যায় হবে সর্বদা জয়যুক্ত।
নৈতিক চেতনায় একাগ্রচিত্তে আমরাই অন্তর্ভূক্ত,
কর্তব্য নিষ্ঠায়, মহৎ কীর্তিতে সর্বত্র হবে উক্ত। ।
গৌরবে গরিমায় গৌরিক অর্জনে,
লাখো শহীদের স্বপ্নের দেশ।
গড়বেই গড়বেই গড়বেই গড়বে
২৮তম বিসিএস।
সাধারণ মানুষের জন্য এদেশের প্রশাসন,
আমাদের প্রতীতি হবে প্রতিপন্ন উজ্জল প্রজ্ঞাপন।
প্রতিজ্ঞা আমাদের - জিতবই জনমনে স্থায়ী আবাসন,
নিগ্রহ, বিচ্যুতি, অবিচার, দুর্গতির নির্মূল নির্বাসন। ।
শৌর্যে ও বীর্য্যে বিশ্বের শীর্ষে,
সুবিদিত শৃংখল পরিবেশ।
আনবেই আনবেই আনবেই আনবে
২৮তম বিসিএস। ।
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-
ভালোবাসি বাংলা মন্ত্রে দীক্ষিত বক্ষ,
সততা ও স্বচ্ছতা, সুশাসন আমাদের লক্ষ্য।
প্রজাতন্ত্রের সব কাজ কর্মে জনগণই হবে শুধু পক্ষ,
সম্মুখে আমাদের সতত রয়েছেন অজস্র অগ্রজ দক্ষ।
।
একতার চেতনায় প্রয়াস আর বিশ্বাসে,
আনবেই আনবেই আনবেই আনবে---
নতুন সূর্য সবিশেষ
২৮তম বিসিএস। ।
আগামীর নতুন বাংলাদেশ
গড়বে ২৮তম বিসিএস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।