এটি একটি প্রগতিশীল ব্লগ। কুপমন্ডুকগণ এই ব্লগে নিষিদ্ধ।
পর্যবেক্ষণঃ ২
ঢাকা শহরের মনুষ্য মিছিলে বাসে জায়গা পাওয়া রীতিমতো দুষ্কর, সীট তো সোনার হরিণ, সে লোকালই হোক আর সিএনজি বাস হোক। সুতরাং আজ সীট পেলাম তো কাল দাড়িয়ে। কিংবা পরশু দিন গেটে ঝুলে।
কি অদ্ভুত! গতকাল যিনি বসে থাকা লোকটিকে ঠেলে-ঠুলে চরম বিরক্ত করে দাঁড়িয়ে অফিস গেলেন, তিনি আজ সীট পেয়ে পাশে দাঁড়ানো মানুষটিকে ধমক দিচ্ছেন চেপে দাড়ানোর জন্য। আরও অদ্ভূত হল, দাড়ানো মানুষগুলো গেটে ঝুলে যাওয়া মানুষটি পড়ে গেলেও এতটুকু নড়তে নারাজ। পড়ে গেলে পড়ে যাক। হয়তবা কাল তিনিও এমনভাবেই গেটে ঝুলে যাবেন। একটু রিকোয়েস্ট করবেন, ভাই! একটু চাপেন।
পড়ে যাচ্ছি।
দাঁড়ানো লোকগুলোকে আর মানুষ মনে হয়না আর গেটে দাড়ানো লোকগুলোকে মনে হয় চতুষ্পদ প্রাণী। কারণ আমি যে সীট নিয়ে যাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।