প্রায় প্রতি বছরই নিয়মিত প্রকাশিত হয় ফিফা ফুটবল গেমের নতুন নতুন ভার্সন । এইবারও নির্মাতা প্রতিষ্ঠান EA Games নিয়ে আসছে FIFA 2011 । নতুন গেমটি থাকছে নানান নতুন ফিচারসহ ভরপুর আয়োজন । আসছে অক্টোবারের ১ তারিখে রিলিজ হচ্ছে ফুল এডিশন, তার আগেই খেলে ফেলুন চমৎকার এই গেমটি ।
পিসি ইউজারদের জন্য যাযা থাকছে:
Virtual Pro for PC: Photo Game Face দিয়ে তৈরী করে নিন আপনার প্লেয়ারদের 3D এভাটার ।
২০০+ টি ক্ষেত্রে প্লেয়ারের উন্নতি করার সুযোগ আছে ।
PC Specific Tools: VOIP chat এর সুবিধা আপনার অনলাইন গেমিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে অন্য এক চূড়ায় ।
PC LAN Play: FIFA 2011 তে নেট না থাকলেও LAN দিয়ে খেলতে পারবেন মাল্টিপ্লেয়ারদের সাথে ।
360 Dribbling: এই প্রযুক্তি বলের উপর আপনাকে দেবে আরো বেশী নিয়ন্ত্রন, বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ড ভাংগা হবে আরো বেশী উত্তেজনা কর ।
Next Gen Engine on PC: EA Games এর নতুন এই গেম ইন্জিন বলে ছোয়া লাগানো, অন্য খেলোয়ারদের সাথে ইন্টারএকশন সহ সব কিছুতেই পাবেন আরো বেশী মজা ।
পিসিতে যা যা লাগবে:
Operating System : Microsoft Windows XP / Windows Vista / Windows 7
Processor : Intel Core 2 Duo at 2.4 GHz / Athlon 64 X2 Dual Core 5600+
Video Card : 256 MB VRAM – NVIDIA GeForce 8800 / ATI Radeon HD 3870
Memory : 2 GB RAM
Hard Disk : 6.5 GB of free Hard Drive space
Sound Card: DirectX Compatible
Direct X : 9.0c
ডাউনলোড
পিসি ইউজাররাদের জন্য: ডাইরেক্ট লিন্ক
এক্সবক্স ইউজারদের জন্য: লিন্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।