আমাদের কথা খুঁজে নিন

   

জানিতে চাহি ভালোবাসা বিষয়ক

মিথ্যা কথা আমি বলতে যে পারিনআা ভ্যা ভ্যা ভ্যাবাচেকা খাই..(আসলে এট্টু এট্টু পারি)

ছোটবেলা থেকেই আমি জানতাম সব কিছু আমার জন্য আসেনি ... তাই পাড়ার সবার একটা করে খেলনা বন্দুক থাকলেও আমার সেটা ছিলো না ... আঙুল দিয়ে বানানো বন্দুক আর মুখের ডিসিয়া ডিসিয়া আওয়াজে আমি কাজ চালিয়ে নিতাম ......এমন না যে আমাদের সামর্থ ছিলো না .কিন্তু কেন যেন আব্বুকে বন্দুক কিনে দেবার কথা বলেতে সাহস হত না .. ওয়ান সাইডেড প্রেমে পড়তে পড়তে আমি এখন ক্লান্ত.... একবার ব্লগে একটা ম্যাড়মেড়ে কবিতাও লিখেছিলাম ঐ অবস্হায়... জাস্ট একটা ছবি দেখে . প্রেম ভালোবাসা ইত্যাদি বিষয়ে আমি একটু না..... ভালো রকম গাধা ... কারো প্রেমে পড়লে খুব মন খারাপ হতো .. কারন আমি জানতাম তাকে বলার মত সাহস আমার ছিলো না ... তাই বুকে শ্বাস গুলো কেবল দীর্ঘ থেকে দীর্ঘতরই হত .. ... তাই নিজেকে এখন পার্মানেন্ট শ্বাসকস্টের রোগী মনে হয়... কিন্তু আমার মনে হয় সামলে উঠার ক্ষমতা ভালই ...তাই কস্ট নিয়েও দিন কাটিয়ে যাই ... আর আমার পছন্দ হতো সেই সব মেয়েদের যারা ছিলো আমার থেকে আনেক বেশী স্মার্ট । তাদের সোস্যাল স্ট্যাটাস থাকতো আমার থেকে একটু উপরে । আর কেউ আমাকে রিজেক্ট করবে এই ব্যাপারটা আমার সহ্য হতো না .... কিন্তু এখন আছি নতুন সমস্যায়.... একজনকে আমার এত ভালো লাগেছে যে মন খারাপ আর দীর্ঘশ্বাস এর সাথে নতুন উপসর্গ হিসেবে যোগ হ্য়েছে বুকে চাপা ব্যাথা তার কথা মনে হলে নি:শ্বাস নিতেও কস্ট হচ্ছে.... প্রেম হলো কিনা বুজতে পারতেছিনা ..। বুজতে পারলেও বলতে পারছিনা ..। কি করি ...কেউ কি বলতে পারেন ?????????/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।