“মহা ধূমধামে তামিমের বিয়ে” বিবিসি বাংলার সংবাদ শ্রবণ করিতেছিলাম। সংবাদের এক পর্যায়ে শুরু হইলো তামিমের বিবাহ প্রসঙ্গ। মাশাল্লা, এতো গুরুত্বপূর্ণ সংবাদ যে বিবিসি বাংলায় এতো সময় ধরিয়া প্রচার পাইবে, তাহা আমার ধারণাতেই ছিলো না। আজিকের ১৫ মিনিট সংবাদ পরিবেশনার (বাকি ১৫ মিনিট ফোন ইন ছিলো) ২২% সময় জুড়িয়া ছিলো ( সাড়ে তিন মিনিট) তামিমের বিয়ার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ। খানা পিনার মেন্যু থেইকা শুরু করিয়া বাবুর্চির ঠিকানা পর্যন্ত যা যা সম্ভব সকলই বিশদভাবে ব্যাখ্যা করা হইয়াছে সংবাদে !!! সংবাদ পর্যালচনাঃ বাপধনেরা খেলার মধ্যে টাকা-পয়সা ফিক্সিং করিয়া এমুন ই বাজে অবস্থা করিয়া ফালাইছেন যে, এখন আমজনতা খেলা ব্যতীত পিলিয়ারদের বিয়া, বউভাত, গায়ে হলুদ, গায়ে মেন্দি আর তাগো বাচ্চা-গো খতনা আর আকিকা লইয়া অধিক চিন্তিত। নচেৎ, বিবিসি বাংলার সংবাদে ২২ শতাংশ সময় জুড়িয়া বিয়ার সংবাদ এর আগে কখনো শুনিয়াছি বলিয়া মনে করিতে পারিতেছি না !!! বিবিসি বাংলায় প্রচারিত সংবাদের কিলিপ খানা এথায় অন্তর্ভুক্ত করিয়া দিলাম। মহা ধূমধামে তামিমের বিয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।