এক সময় অফিসে দৈনিক পত্রিকাগুলো খুব পড়তাম। বিশেষ করে বড় কলাম আর আন্তর্জাতিক পেইজগুলি। মামুন সকালে যুগান্তর আর বিকালে দিত আমার দেশ। এখন আর তেমন পড়া হয় না। মাঝে মাঝে অনলাইনে পড়ি।
আজ পত্রিকা পড়তে গিয়ে এক বিড়ম্বনার স্বিকার হয়েছি। কলাম পড়ে শেষে মন্তব্য খোঁজা শুরু করেছি। দেখি কোন মন্তব্য নাই। পরে বুঝলাম এটি সামহোয়্যারইন নয় দৈনিক যুগান্তর। প্রথম দিকে সামইনে ২৪ ঘন্টা বসে থাকতাম।
এখন এই আসক্তিটা আগের চেয়ে কিছুটা কম মনে হয়। এর জন্য আমি তুলনামূলক ভালমানের ব্লগারদেরই দায়ী করি। কারণ অনেকেই এখন আর ব্লগে লেখেন না। ব্লগ যে যেভাবেই ভাবুক না কেন আমি এটাকে মননশীল জ্ঞানের বিদ্যাপিঠ হিসাবেই দেখি। যেখানে নিজের মতটা সরলভাবে প্রকাশ করা যায়।
অনেক সময় ধরে বসে আছি একটা পোষ্টে কমেন্ট করব কিন্তু পোস্ট গুলি হয় আমার জ্ঞানের বাইরে নয় কমেন্ট করার মত কোন পয়েন্ট খুঁজে পাচ্ছি না। ঠিক এই মুহুর্তে মনে হল ব্লগে যেহেতু আমাকে আকর্ষণ করার মত কিছুই নাই তাই আমার আত্ম হত্যা করা উচিত। কিন্তু কি আশ্চার্য্য একটি ভাল পোষ্টে কমেন্ট করাই আমার মৃত্যুপূর্ব শেষ ইচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।