http://bdhome24.ucoz.com
আমাদের সব স্মৃতি গুলো ঘুরে ফিরে আসে, আর কিছুক্ষনের মধ্যেই এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। ২০০১ সাথে যখন এস এস সি পরীক্ষা দিয়েছি। সেই অনুভূতিটা এখন অনুভব করছি। রেজাল্টের দিনের অভিজ্ঞতাটাও ছিল বিচিত্র। রেজাল্ট কি হবে? কি রকম হবে? পাস করতে পারবো কিন এইসবব চিন্তা শুধু মাথার মধ্যে কাজ করছিল।
আমি গ্রেডিং পদ্ধতির প্রথম ব্যাচ ছিলাম। তাই চিন্তাটা আরো বেশি কাজ করছিল যে রেজাল্ট কি সিষ্টেমে হবে? ২০০১ সনে অনলাইন ব্যবস্থা ছিল না। বাংলাদেশে ইন্টারটের প্রচার হয়নি(যদিও আমার এখনো উন্নত বিশ্বের তুলনা ১০০ বছর পিছিয়ে আছি। যাইহোক রেজাল্ট সিট যখন হাতে পেলাম, রোল নং খুজতে খুজতে হার্টফেল করার মতো অবস্থ। এখন যুগ পাল্টিয়েছে আস্তে আস্তে সব কিছু অনলাইনে আমরা পেতে শুরু করেছি।
আগের চাইতে রেজাল্টটা পাওয়া অনেক সহজ হয়ে গেছে। যাই যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য শূভকামনা রইল। আর যাদের ইমেল আইডি আছে তারা এখানে রেজিষ্ট্রেশন করতে পারন তাহলে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন
S.S.C and H.S.C E-mail Address Registration for S.S.C 2010 Result আর রেজাল্ট দেখতে চাইলে S.S.C and H.S.C, Dahkil, Alim All Education Board Result এখানে দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।