আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষনের মধ্যেই কাদের মোল্লার রায়

মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিল মামলার রায় কিছুক্ষনের মধ্যেই ঘোষনা করা হবে। ইতোমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন প্রসিকিউশনরা।

এ রায়কে কেন্দ্র করে পুরো আদালত প্রাঙ্গনকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আজ মঙ্গলবার সকাল থেকে আদালত এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। সুপ্রিম কোর্টের প্রবেশ পথেই পুলিশের পাশাপাশি রয়েছেন র‌্যাব সদস্যরা।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খালাস চেয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা। অন্যদিকে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আপিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

অপরদিকে রায় যদি কাদের মোল্লার বিপক্ষে যায় তাহলে জামায়াতে ইসলামী আগামী বুধবার ও বৃহস্পতিবার হরতাল দিবে বলে দলের বিস্বস্ত সূত্রে জানা যায়। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.