আমাদের কথা খুঁজে নিন

   

সংরক্ষণ করে রাখুন ব্রাউজারের তথ্য

"যত সমস্যা, তত সমাধান"

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নানা কারণে ইন্টারনেট ব্রাউজার নতুন করে ইনস্টল করতে হয়, যার ফলে ওয়েবসাইট দেখার সফটওয়্যারে থাকা (ব্রাউজার) আগের বুকমার্ক, হিস্টোরিসহ সব প্রোগ্রাম মুছে যায়। ফেভ বুকমার্ক নামের সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, অপেরা মিনি ও গুগল ক্রোম, সাফারি ইত্যাদি ব্রাউজারের বুকমার্ক, হিস্টোরিসহ সব প্রোগ্রাম সংরক্ষণ করা যায়। ৪.৮৮ মেগাবাইটের এ সফটওয়্যারটি http://bit.ly/9L7Xp0 ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি চালু করে web browser ট্যাব থেকে যে ব্রাউজারের সেটিংস সংরক্ষণ করতে চান সেটি নির্বাচিত করুন। এরপর Backup the following অপশন থেকে ব্রাউজারের যে সেটিংসগুলো সংরক্ষণ করতে চান সেগুলো নির্বাচিত করুন। এবার Backup location-এ গিয়ে দেখিয়ে দিন সেটিংসগুলো কোথায় সংরক্ষণ হবে। এরপর Next/finish-এ ক্লিক করলেই ব্রাউজারের সেটিংসগুলো নির্ধারিত স্থানে সংরক্ষিত হয়ে থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.