আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপ্স এর অ্যাড আর শেখ ইশতিয়াক

ব্লগিং করতেই চাই, তবে সেটা একেবারে, নিরীহ ও মিনমিনে উপায়ে।

অনেকদিন আগে একটা ফিলিপ্সের অ্যাড দেখানো হত, (সময়টা ঠিক মনে নেই, তবে ৪-৫ বছর হতে পারে)। অ্যাডটা শুরু হত একজনকে তার জন্মদিনে বন্ধুরা ঘরে লুকিয়ে ছিল সারপ্রাইজ দিতে, ফিলিপ্সের বাতি জ্বলে উঠল আর একটা বাচ্চা মেয়ে গাইতে শুরু করল "হ্যাপি বার্থডে টু ইউ", গানের কথাগুলো ছিল অনেকটা এরকমঃ "জ্বলছে প্রতিটি ঘরে, কতনা আপন, কত জানা, সে যে ফিলিপ্স, চিরচেনা, সে যে নয় অচেনা"। এই অ্যাড এর গানটান সবই খুব সুন্দর ছিল, ইউটিউবে অনেক খুঁজেছি, পেলামনা। এবার শেখ ইশতিয়াকের গানের কথা বলি, এই গানটা স্কুল লাইফে শোনা, এটা বিটিভিতে সম্ভবত "উৎসব" নামে কোন ম্যাগাজিন অনুষ্টানে তার মৃত্যুর কয়েকদিন আগে প্রচারিত হয়েছিল (পরে আবারো প্রচারিত হয়)।

ওই আমলে খুব ভাল লেগে গিয়েছিল, কিন্তু পরে কোন অ্যালবামে বা ওয়েবে খুঁজে পাইনি। সময় তো কেটে গেছে ঝরা পাতা গুণে গুণে রাশি রাশি মাছ ধরে স্বপ্নের জাল বুনে শেষ বেলাতেও এসে নদীর ওই কালো জলে পথ ছেড়ে হারিয়েছি সবুজের চরাচরে। ছায়া ছায়া সন্ধ্যায় তরুণীর খোলা চুলে থমকে তাকিয়ে দেখি কি জানি কি এক ভুলে কেউ যেন চুপি চুপি স্বপ্নের কথা বলে পথ ছেড়ে হারিয়েছি সবুজের চরাচরে। শীর্ণ পথের বুকে ধূলি বালি তুলে তুলে উড়িয়েছি গান গেয়ে নীলিমায় চোখ মেলে আকাশটা ডুবে গেল সুপ্ত মেঘের কোলে পথ ছেড়ে হারিয়েছি সবুজের চরাচরে। এদুটোর ব্যাপারে কেউ কোন খোঁজ দিতে পারেন? এই মাত্র কার জানি পোস্টে গ্রামীণের একটা অ্যাডের লিঙ্ক দিয়ে আসলাম, মনে হল তাইতো, এগান দুটোর ব্যাপারেও তো এভাবে সাহায্য চাওয়া যায়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।