আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদে যোগ দিলেন রুবাবা দৌলা

ভাল কথা বলুন, ভাল পথে চলু্‌ন , ভাল চিন্তা করুন।
রুবাবা দৌলা সম্প্রতি ওয়ারিদ টেলিকমের প্রধান সেবা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি সেবা কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করবেন। এ ছাড়া তিনি বিশেষ প্রকল্পগুলোর ওপর কাজ করবেন। রুবাবা দৌলার টেলিকম খাতে ১২ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন তিনি। এরপর লন্ডন বিজনেস স্কুল থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং এবং স্টকহোম স্কুল অব ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ প্রোগ্রামের ওপর সনদ লাভ করেন। ওয়ারিদে যোগ দেওয়ার আগে রুবাবা দৌলা ১৯৯৮ সাল থেকে গ্রামীণফোনে কর্মরত ছিলেন। তিনি গ্রামীণফোনে পণ্য উন্নয়ন কর্মকর্তা অফিসার হিসেবে যোগ দেন। পরে তিনি বিপণন পরিচালক এবং প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন।

প্রথম আলো পত্রিকা থেকে নেয়া।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।