আমাদের কথা খুঁজে নিন

   

মেকু কাহিনী পড়া...................



বনফুলের লেখা "পাঠকের মৃতু্" গল্পটা পড়ে খুব ভাল লেগেছিল। তখন ভাবতেই পারিনি প্রায় কাছাকাছি ঘটনা আমার সাথেই ঘটবে। আমি যখন অনার্স প্রথম বষে পড়ি তখন ১ম শ্রেণীর ছাত্রী তমাকে পড়াতাম। একদিন তমা বলল 'জানেন টিচার আমি জাফর ইকবাল স্যারর 'মেকু কাহিনী' বইটা পুরো পড়েছি'। অতটুকুন মেয়ে আস্ত একটা উপন্যাস পড়ে ফেলেছে শুনে আমি খুবই খুঁশি হয়েছিলাম।

আর আমার অভ্যাস বশত (বিনামূলে উপদেশ বিতরণ করার বদভ্যাস আছে আমার) তমাকে গাদাখানিক বই পড়া সংক্রান্ত উপদেশ দিয়েছিলাম। যাইহোক মজার ব্যাপার হল তখন পর্যন্ত ইচ্ছা থাকা সত্বে মেকু কাহিনী পড়া হয়নি আমার। তমার কাছে বইটা পেয়ে ভাবলাম এই সুযোগে পড়ে নেব। তমার কাছে জানতে চাইলাম বইটা কার? ও বলল বইটা ওর মেজ বোন বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি থেকে এনেছে, কালই ফেরত দেবে। তাই সে দফা বইটা আর পড়া হলো না।

আমার জানের বন্ধু নন্দিতা জাফর ইকবাল স্যারের সব বই কেনে। ও কেনা মানেই বইটা আমার পড়া হয়ে যাওয়া। কিন্তু এখানেও বিধিবাম। ওর শেলফেও মেকু কাহিনী খুজে পায়নি। আমার এক কলেজতুতো ছোট ভাই হারুন-অর-রশিদ জানালো ও একটা বাংলা বইয়ের ওয়েব সাইট করেছে ( ও সামুর একজন ব্লগার ও বটে)।

হারুনের সাইটে ঢুকে আবার দেখা পেলাম মেকু কাহিনীর । আর কি তর সয় ডাউনলোড করেই পড়া শুরু করলাম। তিন পাটের মেকু কাহিনীর প্রথম পাট পড়তে সময় লাগল ১৫ মিনিট। পড়ছিলাম তো না যেন গিলছিলাম। যাই হোক মেকুর মা মেকুকে নিয়ে আবার অফিস যাওয়া শুরু করেছে- এই যখন অবস্থা প্রথম পাটটা তখন শেষ হয়ে গেল।

দেরি না করে ২য় পাটের উপর মাউস রাখলাম। কিন্তু একি? হায় হায় ২য় পাট পাসওয়ার্ড চাই কেন?এই সাইট থেকে অনেক বই ডাউনলোড করে পড়েছি কখনও তো এমন হয়নি। মেজাজ খিচড়ে গেল মাথা ঠান্ডা রেখে আবার ডাউনলোড দিলাম। এমনি করে আধঘন্টা গুতোগুতি করে ব্যর্থ হয়ে ফোন দিলাম হারুনকে। ওকে ব্যাপাটা জানাতেই ও বলল এমনতো হওয়ার কথা না।

আমাকে লাইনে রেখেই ও সাইটে ঢুকল ঘটনা কি দেখার জন্য। কিন্তু কপালে যখন ঘি ঠনঠনালে হবে কি? হারুনের বাসায় ঠিক তখনই কারেন্ট চলে গেল। আমি মন খারাপ করে লাইন কেটে দিলাম। তারপর আরো কয়েকবার ইন্টারনেটে মেকু কাহিনীটা পড়তে চেয়েছি। প্রতিবারই আমার জন্য অপেক্ষা করেছে ব্যর্থতা।

এখন আমি পন করেছি এবার বইমেলায় ঢুকে সবার আগে মেকু কাহিনী কিনব। তারপর দেখি আমাকে ঠেকায় কে। আসলে কেবল আমার জন্য না আমার মেয়ের বয়স দুই, ওর জন্য ওতো আমার প্রিয় ব্যাক্তিত্ব, প্রিয় লেখক জাফর ইকবাল স্যারের সব বইগুলোই কিনতে হবে.................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।