আমাদের কথা খুঁজে নিন

   

কালীগঞ্জ পৌরসভার নিবার্চন ২০ জুন

সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জেষ্ঠ্য সহকারি সচিব মো. ফরহাদ হোসেন জানান, তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামী ১৯ মে হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ মে, ২৭ মে মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ জুন।
নবগঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৯৬। তার মধ্যে ১৫ হাজার ৪০১ জন পুরুষ এবং ১৫ হাজার ৯৫ জন নারী।
২০১০ সালের ১১ নভেম্বর এ পৌরসভার গেজেট হয় এবং ওই বছরের ১ ডিসেম্বর থেকে পৌরসভার কার্যক্রম শুরু হয়।
এ পযর্ন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল আহসান তালুকদার তফসিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.