আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্পের পূর্বাভাষ করা সম্ভব কি না ? উত্তর : অবশ্যই সম্ভব (পার্ট-১)



ভূমিকম্প আমার গবেষনার বিষয় না; আমার Ph.D. গবেষনার বিষয় জলবায়ুর পরিবর্তন । কিন্তু গত ১০ এবং ১১ সেপ্টেম্বরের ভূমিকম্প এবং তৎপরবর্তী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর কিছু ব্যক্তির বক্তব্য (সুত্র: ব্লগার পৃথিবীর আমি লিন্ক : Click This Link ) এবং একি ব্লগার এর কিছু অজ্ঞতা ("ব্যাপারটা হল যে আপনারা অনেকেই জানেন যে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দেবার কোন প্রযুক্তি এথনও মানুষের কাছে নেই,অদূর ভবিষ্যতেও আসবে বলে আমার জানা নেই(বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবিস্কার করেছে কিনা তা অবশ্য আমি জানিনা )"। আমি শ্রদ্ধেয় ব্লগার এর উপরোক্ত বক্তব্যটি তার অজ্ঞতা হিসাবেই গন্য করব যেহেতু উনি ভূমিকম্প পূর্বাভাষ নিয়ে উপরিক্ত বক্তব্যটি করেছেন । তার এই বক্তবটি আমাকে উৎসাহিত করল কিছু লিখার এবং সাথে সাথে কষ্টও বাড়িয়ে দিল কারন অনেক ভুলেযাওয়া যিনিস নতুন করে পরতে হবে এবং তথ্য যোগাড় করতে হবে। ভূমিকম্প বিষয়ে আমার জ্ঞান খুবই সিমীত ।

United Nations এর একটা ফুলব্রাইট স্কলারশিপ (২০০৮-২০০৯) নিয়ে ১ বছর আগে The Abdus Salam International Centre for Theoretical Physics, Trieste, Italy (http://www.ictp.it) হতে ১ বছরের একটা Post Graduate Diploma in Earth System Physics করার সৌভাগ্য হয়েছিল । কি শিখেছিলাম আমি সেখানে ??? ৫০% আবহাওয়া পদার্থবিদ্যা আর ৫০% ভূ-পদার্থবিদ্যা । আমার কাছে প্রথম ৫০% বেশি গুরুত্বপূর্ন মনে হয়েছিল আমার দেশ এর জন্য তই Ph.D. করার জন্য আবহাওয়া পদার্থবিদ্যাকেই বেছে নিয়েছি। কিন্তু শেখানে ভূমিকম্প নিয়ে যা শিখেছিলাম সেই শিক্ষার আলোকে এবং তথ্যের ভিত্তিতে ব্লগার পৃথিবী আমির ভূলগুলো সংশোধন করার চেষ্টা করব। প্রশ্ন: ভূমিকম্পের পূর্বাভাষ করা সম্ভব কি না ? উত্তর : অবশ্যই সম্ভব।

এই উত্তরটা আমার না; আমার এক শ্রদ্ধেয় শিক্ষক Vladimir G. Kossobokov এর। ভূমিকম্পের পূর্বাভাষ নিয়ে এই বৈজ্ঞানিকের মন্তব্য টা সরাসরি তুলে দিচ্ছি "Statistical significance above 99% level is established for prediction of earthquakes by the algorithms M8 and MSc (Mendocino Scenario). The evaluation is based on the results of a real-time intermediate-term prediction of the largest earthquakes in Circum Pacific seismic belt, 1992-present. " The Test of M8 extended to the Alpine-Hymalayan seismic belt. "Predictions are completely reproducible. " কে এই Vladimir G. Kossobokov ?? এই বৈজ্ঞানিক হচ্ছেন বর্তমানে পৃথিবীর শীর্ষস্হানিয় ৫ জন ভূমিকম্প বিশেষজ্ঞের মধ্যে ১ জন । উনি বর্তমানে গবেষনা করতেছেন International Institute of Earthquake Prediction Theory and Mathematical Geophysics, Russian Academy of Science এ। ইটালিতে শিক্ষা গ্রহন করার পূর্বে ভূমিকম্প সম্পর্কে আমার ধারনাও ছিল ব্লগার পৃথিবী আমির মতোই। কিন্তু আমার সেই ভূল এই বিখ্যাত বৈজ্ঞানিক ভেঙ্গে দিয়েছেন।

তার ক্লাসেই আমি জানতে পারলাম যে উনার রিখটার স্কেল ৮+ ভূমিকম্পের ৩০ টা পূর্বাভাষের মধ্যে ২৪ টা সঠিক প্রমানিত হয়েছে । আমি এই পোষ্টের শেষ এ উনার পূর্বাভাষের কিছু ছবি সংযুক্ত করব। কিভাবে উনি পূর্বাভাষ করেন ভূমিকম্পের ??? উত্তর: এই বৈজ্ঞানিক এবং উানার গবেষনা প্রতিষ্ঠান ২ টা অ্যালগরিদম উদ্ভাবান করেছেন( The Algorithm M8 এবং Algorithm MSc or “The Mendocino Scenario” (Kossobokov et al., 1990)। ( উপরোক্ত Algorithm ২ টি কি এবং কি ভাবে কাজ করে তা নিচে সংক্ষিপ্ত ভাবে বর্ননা করা হল যারা এই বষয়ে বিশদ ভাবে জানতে আগ্রহী তাদের জন্য) Algorithm M8 (Keilis-Borok and Kossobokov, 1984, 1987,1990) was designed by retroactive analysis of seismic dynamics(seismicity) preceding the greatest (M8+) earthquakes worldwide, as well as the MSc algorithm for reducing the area of alarm (Kossobokov,Keilis-Borok, Smith, 1990). Given a TIP(Time of Increased Probability) [ছোট ছোট ভূমিকম্প, যেমন গত ২ দিনে হল ] diagnosed for a certain territory U [উদাহারন: শিলং মালভূমি] (Can consider like a Universal Set ) at the moment T, the algorithm is designed to find within U a smaller area V [ মনেকরুন ডাউকি ফল্ট] (Can Consider a sub set of U) where the predicted earthquake can be expected। আরও বিস্তারিত ভাবে ব্যাখ্যা করি M8 Algorithm প্রয়োগ করে ৬৬৭ কিলোমিটার ব্যাসার্ধের একটা এলাকা নির্দেশ করা যায় যে এলাকায় ৮+ মাত্রার ভূমিকম্প হবার সম্ভবনা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুবই বেশি।

এই M8 Algorithm প্রয়োগ করে বর্তমানে সারা পৃথিবীতে এইরকম ২৬২ টা বৃত নির্দেশ করা হয়েছে যেখানে যে কোন মুহুর্তে ৮+ মাত্রার ভূমিকম্প হতে পারে। আর MSc algorithm প্রোগ করে M8 Algorithm দ্বারা নির্দেশিত ভূমিকম্প প্রবন এলাকার পরিমান আর ও কমান যায় অর্থাৎ বৃত্তের ব্যাস্যার্ধ কমান যায়। উদাহারন স্বরুপ : যদি M8 Algorithm নির্দেশ করে যে বাংলাদেশ এ ৮+ মাত্রার ভূমিকম্প হবার সম্ভবনা আছে [বাংলাদেশ এ সিলেট, ময়মনসিং এবং বগুরা প্রধান প্রধান ভূমিকম্প প্রবন অন্চল ] এবং যদি সাম্প্রতিক কালে দেখা যায় যে সিলেট অন্চলে ছোট ছোট মাত্রার (৩ থেকে ৫ মাত্রার) ভূমিকম্প হচ্ছে তাহলে MSc algorithm প্রয়োগ করে সম্পূর্ন বাংলাদেশ এর পরিবর্তে শুধু মাত্র সিলেট আন্চলে কিছু এলাকা নির্দেশ করা যাবে যেখানে ৮+ মাত্রার ভূমিকম্প হবার সম্ভবনা খুবই প্রবল অল্প সময়ের মধ্যে। এখন আপনাদের কে ১ টি সু-সংবাদ [উপরেল্লেখিত বৈজ্ঞানিকের গবেষনা প্রতিষ্ঠান বাংলাদেশ এবং তৎসংলগ্ন অন্চলে কিছু এলাকা নির্দেশ করেছে ] এবং ১টি দুরসংবাদ [বাংলাদেশও মহা বিপদসংলগ্ন] দেই যে M8 Algorithm অনুসারে বর্তমানে বাংলাদেশ এবং তৎসংলগ্ন অন্চলে ৮+ মাত্রার ভূমিকম্প প্রবন ২ টি বৃত্ত নির্দেশ করা হয়েছে যাদের কেন্দ্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিম্নে দেওয়া হল। 26.33N ও 89.75 E INDIA-BANGLADESH BORDER REGION এবং 24.98 N, 92.25 E INDIA-BANGLADESH BORDER REGIO আর ব্লগার পৃথিবীর আমি এর পোষ্টে দেখতে পেলাম যে " ২০১০ সালের ভূমিকম্পের উৎপত্তিস্থলের জিপিএস লোকেশন: 25.852°N, 90.811°E " এবার নিজেরা নিজেদের পাটিগনিতটি মিলিয়ে নিন যে বর্তমান ভূমিকম্পগুল কোথায় হল ??????????? ছবি: M8 Algoritham অনুসারে পৃথিবীর যে এলাকাগুলতে বর্তমানে ৮+ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে যে কোন সময়।

ছবি: M8 Algoritham অনুসারে পৃথিবীর যে এলাকাগুলতে বর্তমানে ৭ দশমিক ৫ + মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে যে কোন সময়। কৃতজ্ঞতা : আমার শিক্ষক Vladimir Kossobokov বি:দ্র: লেখকের অনুমতি ব্যতিত এই পোষ্টের কোন অংশ প্রকাশ করা যাবেনা। পোষ্ট অনেক দীর্ঘ হওয়ার কারনে ২ পার্টে দেবার পরিকল্পনা করলাম পাঠকদের বিরক্তির হাত থেকে রক্ষা পেতে। পার্ট -১ : কি ভাবে ভূমিকপ পূর্বাভাষ করা যায় ???? পার্ট-২ : কোন কোন ভূমিকম্প এ পর্যন্ত পূর্বাভাষ করা সম্ভব হয়েছে ছবি সহ বর্ননা ???? (বর্তমানে লিখতেছি) লেখক পরিচিতি: কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে Ph.D. গবেষনারত। , http://www.air.uwaterloo.ca


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।