জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
আমি চট্টগ্রামের মানুষ। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের মানুষ দিল খোলা টাইপের। ছোটলোকি মানষিকতা খুব কমই এখানে দেখা যায়। আমাদের প্রানের সেতু তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধন করার জন্য আপনাকে স্বাগত জানালেও আপনার এবং আপনার দলের ছোটলোকি মানুষিকতা পুরা আনন্দকে মাটি করে দিয়েছে।
যেই খালেদা জিয়ার আন্তরিক উদ্যোগেই এই সেতু নির্মাণ শুরু হয় এবং চারদলীয় জোট সরকারের সময়েই এর ৮০ ভাগ কাজ শেষ হয়েছিলো তারই নামফলক সেতু উদ্ভোদনের আগের রাতে গুড়িয়ে দিলেন। কুয়েতের আমীরের সঙ্গে খালেদা জিয়া নিজে আলোচনা করে এই সেতুর পুরো অর্থায়ন নিশ্চিত করেন। এত নিরাপত্তার মধ্যে কারা এ কাজটি করেছে, তা সবাই বুঝতে পারে। "
আর ২য় কারন হলো এই সেতুতো আপনার দল হতে দিতে চাইনি। চট্টগ্রামবাসীর মনে থাকার কথা যেদিন খালেদা জিয়া এই সেতুর সেতুটির ভিত্তিফলক স্থাপন করতে যান, সেদিন চট্টগ্রামে হরতাল ডেকেছিলো আওয়ামী লীগ।
শত বাধার মধ্যেও খালেদা জিয়া দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় কর্ণফুলী সেতুটি নির্মাণের উদ্যোগ থেকে সরে আসেননি। " আর সেই কৃতিত্ব পুরা আপনি নিলেন কিভাবে???
লজ্জা লজ্জা লজ্জা। আপনার দলসহ সব ছোটলোক কর্ণফুলী নদীতে ডুবে মরুক।
"চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ব বাণিজ্য সেন্টার, দুটি ইডিজেড স্থাপন, চট্টগ্রাম বন্দর উন্নয়নসহ চট্টগ্রামের সব উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের আমলে। এসব উন্নয়নের ভিত্তিফলক মুছে ফেলে চট্টগ্রামবাসীর আইওয়াশ করা যাবে না।
"
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হউক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।