oracle.samu@googlemail.com
আমি যা শুনলাম:
সবই ভাল-ভাল কথা ......দেশ উন্নতির দৌড়ে ওসাই বোল্টের ন্যায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মাশাল্লাহ।
তবে ওনার যে সকল দাবি প্রশ্নবিদ্ধ:
১। উত্তর বঙ্গ থেকে মংগা বিদাই নিয়েছে।
-> আমি কিছু বলতে চাই না, উত্তর বঙ্গের ব্লগাররাই এর জবাব দিন।
২। আগের সরকারগুল (২০০১ পরবর্তি) ১ মেগাওয়াট বিদ্যত ও উতপাদন হয় নি।
-> ২০০১ এ উতপাদন ৩৮০০, ২০০৯ এ ৪৮০০ এবং আগামী বছর তা আরও ১০০০ মেগাওয়াট বারবে। তা হলে এইগুল কারা করল ?
৩। চার দলিয় সরকারের আমলে বাংলাদেশের মানবাধিকার জনিত দুর্নাম থেকে মুক্তি পেয়েছে ।
-> ক্রস-ফায়ারে ২২৭ (২০০৯), ১৭৫(২০০৮) জন নিহত।
৪। ২০১৩ তে বিদ্যুত উতপাদন ৭০০০ মে.ও ।
->অথচ গত ১ বছরে মাত্র ৪৫০ মে.ও উতপাদনের টেন্ডার প্রকৃয়া শেষ করতে পেরেছে।
আর বাকি সব কিছুই ভাল।
শুধু দ্রব্যমূল্য ও ছাত্রলীগের কর্মকান্ড চেপে গেছেন। সব মিলিয়ে ১ম বছরে টেনে-টুনে পাশ। আগামী বার রেজাল্ট আরও ভাল করার প্রত্যাশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।