আহত উড়াল
রাতের গহীন কোলে একলা জেগে থাকি
অন্ধকারের ঘুলঘুলিতে হয়তো ঘুমায় পাখি,
অনেক দূর আকাশ ভরা তারার লুটোপুটি
কোন তারাটা খসে পড়ে খুঁজতে গিয়ে ছুটি,
ঝিঁঝিঁর ডাকে নিরবতা একটু খানি থামে
মৌন মায়ার চিঠি আসে অন্ধকারের খামে,
আলোতন্বী জোনাকগুলো আপন মনে মাতে
প্রতীক্ষারা বিধুর যেন রাত্রি বাড়ার সাথে,
শরীর জুড়ে ক্লান্তি আঁকে অচিন কোন ঘোর
ঘুমের চোখে জেগে থাকি প্রতীক্ষাতে তোর।
** গতরাতে তাড়াহুড়ো করে লেখা 'মধ্যরাতের কাব্য' এর পরিমার্জিত সংস্করণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।