আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে পরিচয়, অতপর দাওয়াত খেতে গিয়ে ব্ল্যাকমেইল হওয়া। কেমনে?।

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠

কিছুক্ষন আগে একজন ব্লগারের পোষ্ট থেকে জানতে পারলাম - ফেসবুকে মেয়ে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে প্রতারণা ও তাকে উত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐ লোক কেমনে প্রতারনা করল বুজবার পারলাম না। আর মাইয়াদের কন্ঠ নকল করে কথা কইলে ঐ শিক্ষক উত্যক্ত হয় কেমনে তাও বুজলাম না। ঐ শিক্ষকতো নিজের ফোন নাম্বার দিছেই মাইয়ার সাথে কথা কওনের লাইগা। নাকি? বড়ই রহস্যময় ঘটনা।

আবার শির্ষনিউজে পড়লাম ঐ প্রতারক ও তার সহযোগি, টার্গেট করা ব্যক্তিকে কোনো রেস্টুরেন্ট বা তার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যায়। দাওয়াত খেতে যাওয়ার পর তারা তাকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এই ব্যাপারটাও বুজলাম না। দাওয়াত খেতে গেলে ব্ল্যাকমেইল করে কেমনে। এভাবে নাকি সে এ পর্যন্ত ১৬৪ জনের সাথে প্রতারণা করেছে!!!!!!!!!! মনে হচ্ছে এদেশের একটা বড় শ্রেনীর মানুষ হয় স্রেফ ঘাস খায়ে জীবন ধারন করে আর তানাহলে অতিরিক্ত সেক্স ক্রেজি হয়ে পড়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.