আমাদের কথা খুঁজে নিন

   

চিনে রাখুন এই ব্রিটিশ চোরকে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিমানকে লুটেপুটে খাচ্ছে ।


১) বিমানের নতুন এমডি ব্রিটিশ চোর কেভিন স্টিলের বেতন ১৮ লক্ষ টাকা ২) বেতন, গাড়ি, বাড়ি, বিনামূল্যে টিকেটসহ সবমিয়িলে তার খরচ ৩০ লক্ষ টাকা, এটা বিমানের আটজন পরিচালক এবং সব জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারের বেতনের চেয়ে বেশি। ৩) গুলশান বনানীর বাসা তার পছন্দ নয়, সে উঠেছে হোটেল রেডিসনে। দৈনিক ভাড়া ৪০ হাজার টাকা। ৪) ঢুকেই শুরু করে ফন্দিফিকির, শুরু করে জিএসএ নিয়োগ বাণিজ্য ৫) যত বেশি উড়োজাহাজ লিজ ততই তার বাণিজ্য হবে। এক বছরের মধ্যে সে আরো ৭/৮টি উড়োজাহাজ লিজ নিতে চায়।

৬) লন্ডনে বিমানের নিজস্ব একটি জায়গা বিক্রি করতে উঠে পড়ে লেগেছে কেভিন। জায়গাটির মূল্য উঠেছে প্রায় ৩৫ মিলিয়ন ডলার। মূলত রিয়েল স্টেট কোম্পানিগুলোর টোপ ফেলানো কমিশনের লোভে এমনটা করছে সে। ৭) এয়ারবাস মেরামতের নামে দীর্ঘদিন বিদেশে ফেলে রেখে ২০০ কোটি টাকা লোপাট করেছে সে। ৮) বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদের ছেলে জোবায়েরের মাধ্যমেই বিমানে নিয়োগ পায় এই ব্রিটিষ চোর।

হে ধনি জাতি বাঙালী, চোরের জাতি ব্রিটিশরা ২০০ বছর তোমাদের সম্পদ লুটে পুটে খেয়েছে, এখনও খেয়ে যাচ্ছে। কিন্তু তারপরও তোমারা তাদের বড় বলো!!!!!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।