আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......
কবীরা গুনাহ করলে ঈমান অত্যন্ত কমজোর হয়ে পড়ে এবং অনেক দিনের ইবাদত -বন্দেগীর দ্বারা অর্জিত নূর নষ্ট হয়ে যায়।আর এর ভয়াবহতা এমন যে ,একটি গুনাহে কবীরাই মানুষকে জাহান্নামে নিতে যথেষ্ট।তবাহ ছাড়া গুনাহে কবীরা মাপ হয় না। কবীরা গুনাহকে জায়িয বা হালাল মনে করলে ,ঈমান চলে যায়।
নিচে কতগুলো কবীরা গুনাহের তালিকা দেয়া হল-
শিরক করা ,
মা-বাপকে কষ্ট দেয়া ,
যিনা করা,
ইয়াতীমের মাল ভক্ষন করা,
জুয়া খেলা ,
বিনা প্রমানে কারো প্রতি তুহমত লাগানো,
জিহাদ থেকে পলায়ন করা,
মদ পান করা,
কোন লোকের উপর অত্যাচার করা,
গীবতকরা ,
নিজেকে সব সময় সেরা মনে করা,
অন্তরে খোদার ভয় না রাখা ,
ওয়াদা করে তা পূরন না করা ,
পাড়া-প্রতিবেশীর ঝি-বউকে কু নজরে দেখা ,
আমানত খিয়ানত করা,
ফরজ কাজ না করা,
কুরআন শরীফ শিখে ভুলে যাওয়া,
সত্য সাক্ষ্য গোপন করা,
মিথ্যা কথা বলা ,
মিথ্যা কসম খাওয়া,
কারো জান মাল ও ইজ্জতের হানি করা,
আল্লাহ ব্যতীত করো সিজদা করা,
জুমুয়ার নামায না পড়া,
কোনো মুসলমানকে কারন ছাড়া কাফের বলে গালি দেয়া,
চুরি করা,
জালিম-অত্যাচারীকে প্রশংসা করা বা তোষামোদ করা,
সূদ ও ঘোষ খাওয়া,
অন্যায় বিচার করা,
ওজনে কম দেয়া,
হায়েয ও নিফাস অবস্তায় মলদ্বারে স্তী সহবাস করা,
খাদ্য-শস্যের অধিক দর দেখে খুশি হওয়া,
গণকের কথা ঠিক মনে করা ,
প্রিয়জন বিয়োগে সিনা পিটিয়ে চিত্কার করা,
হাসি ঠাট্রা করে কাউকে অপমানিত করা,
করো দোষ অন্বেষণ করা,
জমিনের আইর বা লাইন ভেঙ্গ সীমানা পরিবর্তন করা,
মানূষ খুন করা,
কুরাআন -সুন্নাহ এর শিক্ষার বিরোধিতা করা,
প্রমোদবালার পেশা গ্রহন করা,
লটারীর ক্রয় বিক্রয় ও তার পুরস্কার গ্রহন করা,
মূর্তি-ভাষ্কর্য তৈরী করা বা ক্রয় বিক্রয় করা,
স্মৃতি হিসাবে আগুন জালিয়ে রাখা বা মঙ্গল প্রদীপ জ্বলানো,
ঘুষ প্রদানের মাধ্যমে অবৈধ ভাবে কার্য উদ্ধার করা,
হজ্জ যাত্রীদের সাথে দুর্ব্যাবহার করা,
ধোকা দেয়া ,
বাদ্য-বাজনা তথা নাচ গানের আয়োজন করা,
ডাকাতি করা বা লুন্ঠন করা,
দ্রব্য সামগ্রীতে ভেজাল মেশানো ,
শ্রমিকের মজুরি কম দেয়া ,
পুরুষের জন্য সোনার আংটি পরা এবং রেশমী পোশাক পড়া,
মহিলাদের শরীরের রুপ প্রকাশ পায় এমন কাপড়চোপড় পড়া,
পুরুষের লুঙ্গি,পাজামা বা প্যান্ট পায়ের টাকনুর গিরার নিচে চলে যাওয়া,
টাকা বা মুদ্রা জাল করা,
ইসলামী রাষ্টে সীমানা পাহাড়ায় ত্রুটি করা,
সীমান্তে চোরা চালান বা পাচার ব্যাবসা করা,
রাস্তাঘাটে এবং ফলদ্বার ছায়াদার বৃক্ষের নিচে মল ত্যাগ বা প্রসাব করা
ও আত্মহত্যা করা ।
আল্লাহ পাক আমাদেরকে গুনাহে কবীরাহ্ থেকে বেচেঁ থাকার তওফিক দান করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।