আমাদের কথা খুঁজে নিন

   

ইফতার পার্টিতে ১৪৪ ধারা জারি



সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারি চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সাংবাদিকদের ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারির ৬ ঘণ্টা পর প্রশাসন রাতে তা প্রত্যাহার করে নিয়েছে। আগামীকাল বিকেলে থানা সদরের এলকে সিদ্দিকী স্কোয়ারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সীতাকুণ্ডে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সংগঠন সীতাকুণ্ড প্রেসক্লাব প্রতি বছরের মত এবারও আগামীকাল রোববার ইফতার মাহফিলের উদ্যোগ নেয়। কিন্তু সাংবাদিক পরিচয়ধারী গুটি কয়েক অসাংবাদিক গত কয়েকদিন ধরে উক্ত ইফতার মাহফিল নিয়ে নানা অপপ্রচার চালাতে থাকে। তারা উক্ত ইফতার মাহফিলকে জঙ্গি ও মৌলবাদিদের সমাবেশ ঘটানো হচ্ছে মর্মে প্রশাসনকে মিথ্যে অভিযোগ এবং একই স্থানে পাল্টা ইফতার পার্টির আয়োজনের হুমকি দেয়।

সূত্র জানায়, ভুয়া সাংবাদিকরা স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে ১৪৪ ধারা জারি করতে প্রশাসনকে চাপ দেয়। উক্ত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন আজ শনিবার দুপুর ২টায় এলকে সিদ্দিকী স্কোয়ার এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে পরে রাত ৮টার দিকে তা প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম হেদায়েত বলেন, কতিপয় ব্যক্তির মিথ্যে তথ্যের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে। আগামীকাল ইফতার মাহফিল যথারীতি অনুষ্ঠিত হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুর রউফ শীর্ষ নিউজ ডটকমকে জানান, সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় প্রথমে ১৪৪ ধারা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। তার পরিবর্তে এমপির অনুরোধে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভূঁইয়াকে প্রধান অতিথি করা হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।