আমাদের কথা খুঁজে নিন

   

ইফতার খুব মিস করি



আহারে হল এ ফ্রেন্ডদের সাথে আর কোনদিন হয়তো ইফতার করা হবেনা। ইফতারের সময় হলে সবাই চাদা দিতাম, আর আমরা ২/৩ জন নিচ থেকে ছোলা, মুড়ি, পেয়াজু, খেজুর, বুন্দিয়া, শশা, কাচা মরিচ,জিলাপি, আলু চপ,ডিম চপ, মাঝে মধ্যে চানখার পুল থেকে আরও কিছু কিনে নিয়ে আসতাম। তারপর ১সাথে মিশিয়ে অনেক মজা করে সবাই খেতাম। ইফতার শেষে নামাজ পড়ে আমিন ভাইয়ের দোকানে গিয়ে চা-সিগারেট খেতে কি যে মজা লাগতো! আর ঈদের ২/৩দিন আগে বাড়িতে গিয়ে মা,বাবা, আর ভাইবোনদের সাথে ইফতার করতে বসলে কি যে ভালো লাগতো, সবকিছু কতটা আন্তরিকতা নিয়ে যে খেতে দিতো। মা'র সাথে কথা বললে বুঝি মা কতটা মিস করে আমাকে, বেশীরভাগ সময়ই মনে হয় এখুনি কেদে দিবে। ২৯ রোজার ইফতার করতাম আমাদের হাইস্কুল মাঠে সকল পুরাতন ষ্টুডেন্টরা মিলে, পুরানো দোস্তদের দেখতে পেতাম এই দিনটির জন্য।গতবছর ইফতারের সময় ওদের সাথে মোনাজাত করার জন্য আমাকে ফোন দিয়েছিলো-আমার তখন রাতের শেষ প্রায়, যাই হোক এটেন্ড করেছিলাম।কখনো কি এই দিন গুলো আর ফিরে পাবো??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।