আমাদের কথা খুঁজে নিন

   

আত্রাইয়ে ছয় খুন: ৪৬ চরমপন্থীর যাবজ্জীবন

একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে ১৬ জনকে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ৪৬ জনের মধ্যে ২৮ জন এ সময় আদালতে হাজির ছিলেন। বাকি ১৮ জন পলাতক।


মামলার এজাহারের বরাত দিয়ে এ আদালতের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু জানান, ২০০৩ সালের ২৪ এপ্রিল রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের জাহাঙ্গীর হোসেন, শুকবর মেম্বার ও তার ভাই আবদুল জব্বার, শাহাজাহান, মোজাম্মেল হক ও তার ভাই বিদ্যুৎকে জবাই করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লালপতাকা) সদস্যরা।
নিহত জাহাঙ্গীরের বাবা সাদিয়ার রহমান পরদিন অজ্ঞাত পরিচয় দেড়শ চরমপন্থী সদস্যের বিরুদ্ধে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্ত শেষে ৬২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে পিপি জানান।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।


তবে আসামি পক্ষের আইনজীবী সুশান্ত সরকার জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।