আমাদের কথা খুঁজে নিন

   

একটাই আমার তুমি কেন বোঝনা » ফুয়াদ এর Unreleased Track এবং লিরিক

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
এফএম রেডিও'র কল্যাণে হয়তো গানটি সবার শুনা হয়ে গেছে। একটাই আমার তুমি... ফুয়াদের এই গানটি আমার খুব ভালো লাগে হয়তো অনেকের'ই প্রিয় গান এটি। ফুয়াদ'এর অন্যান্য গান থেকে এটি সম্পূর্ন আলাদা এবং সফট মেলোডিয়াস একটি দারুন গান। চাইলে গান'টি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড: http://bit.ly/fuadtrack [4.45 mb] লিরিক: একটাই আমার তুমি কেন বোঝনা - ফুয়াদ একটাই আমার তুমি কেন বোঝনা তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা । একটাই আমি যে তোমার চেয়ে দেখনা আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া । এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া একটাই আমার তুমি কেন বোঝনা তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা । প্রতি রাত ভাবি বলবো তোমায়, বলা হয়না কে কখন কিভাবে কার দোষে কেউ জানেনা চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা। একটাই আমার তুমি কেন বোঝনা তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা । ইউটিউবে :
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.