আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাংলায় গান গাই. . . » মাহমুদুজ্জামান বাবু » আমার প্রিয় দেশাত্ববোদক গান

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
আমি বাংলায় গান গাই.... গান'টি শুনলে মূহূর্তের মাঝে যে কারো অনুভূতি'তে কড়া নাড়ার জন্য যতেষ্ঠ। আমার খুব'ই প্রিয় একটি গান মাহমুজ্জান বাবু'র গাওয়া গান'টি কে এক কথায় বলা যায় চিরসবুজ একটি গান। বিবিসির সেরা ২০'টি বাংলা গানের তালিকায় গান'টি স্থান পেয়েছে মাহমুজ্জামান বাবুর লিরিকগুলো এতো শক্তিশালী হয় না শুনলে বোঝার উপায় নেই। তার তুলনা সে নিজেই। তার উল্লেক্ষযোগ্য গানের মাঝে আছে ঘুম ঘুম রাত যায় ঘুম ঘুম দিন, ভোর হয়নি, ক্ষ্যাপা তুই, চোখ ভেসে যায় জলে, স্বপ্নের জল, মেঘ বালিকা, আমার নয়ন ভরা জল, অচেনা সময়, সময়ের দীর্ঘ পথে, গাও গাও জীবনের গান ইত্যাদি। কিন্তু অনেক দিন হলো তার নতুন গান পাই না। এছাড়া স্বপ্নডানায় নামের একটি চলচ্চিত্রে কাজ করেছেন এবং "দহকালের কথা" নামে একটি বই লিখেছেন ২০০৯ এর একুশে বই মেলায়। একবার শুনেছিলাম সড়ক দূঘটনায় চোখে আঘাত পেয়েছিলেন। তারপর আবার সুস্থ জীবনে ফিরেও এসেছে কিন্তু নতুন এলব্যাম বা গান প্রকাশের খবর নেই পরবর্তীতে পাবো কি না সেটাও বুঝতে পারছি না তবে তার নতুন এ্যালবামের অপেক্ষায় আছি... তার তিন'টি এল্যবাম প্রকাশ পেয়েছে এ পর্যন্ত, # চোখ ভেসে যায় জলে - ডাউনলোড # অচেনা সময় - ডাউনলোড # অন্ধ তীরন্দাজ প্রিয় গান'টির লিরিক: কথা ও সুর: প্রতুল মুখোপাধ্যায় শিল্পী: মাহমুজ্জামান বাবু আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | ইউটিউবে ভিডিও:
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.