আমাদের কথা খুঁজে নিন

   

লাইট পেইন্টিং

www.cameraman-blog.com/

কমপ‌্যাক্ট ক্যামেরা ব্যবহার করা আর অন্ধের হাতি দর্শন একই কথা। আর গত কয়েক বছর এই কমপ‌্যাক্ট ক্যামেরা ব্যবহার করে এখন ডিএসএলআর এর লেন্স, এপারচার আর আইএসও সেটিংস নিয়ে একটু ফাঁপড়েই আছি বলা চলে। আর তাই কেনার পর থেকে এর বিভিন্ন সেটিংস নিয়ে এক্সপেরিমেন্ট করছি। হঠাৎ করে মনে পড়লো মাস দূ'য়েক আগে ইউটিউবে লাইট পেইন্টিং নিয়ে একটা চমৎকার ভিডিও দেখেছিলাম। সেটা অনুসরণ করেই আজ কিছু এক্সপেরিমেন্ট করলাম।

সর্বাংশে সফল হয়েছি বলা চলে না অবশ্য। যা যা লাগবে - একটা ডিএসএলআর ক্যামেরা (হাইব্রিড / সেমি ডিএসএলআর হলেও চলবে যেখানে ম্যানুয়াল সেটিং এ শাটার স্পিড নিয়ন্ত্রণ করা যায়), একটা ট্রাইপড (না পেলে উচু টেবিল, আমি টেবিলের উপর রাখা সিপিইউ ব্যবহার করেছি) আর একটা টর্চলাইট। যেভাবে করবেন - প্রথমে আপনার ডিএসএলআরের ম্যানুয়াল সেটিংস এ যান। সেখানে আপনার লেন্সের সর্বোচ্চ বা এর কাছাকাছি এপারচার সেট করিন। আমি ৩.৫ / ৪.৫ এগুলো ব্যবহার করেছি।

এরপর শাটার স্পিড সেট করুন ৫ - ৮ সেকেন্ড। আমি করেছিলাম ৫ সেকেন্ড। আইএসও সেট করুন ১০০। অটো বা বেশী দিলে ছবি খূব একটা ভাল আসবে না। এরপর ক্যামেরার সেলফ টাইমারটি অন করুন।

১০ সেকেন্ডের টাইমার দিলেই হবে। এরপর ক্যামেরাটি ট্রাইপড বা উচু টেবিলের উপর রাখুন। এরপর শাটার টিপে দিন। মনে রাখবেন ১০ সেকেন্ড পর শাটার খূলবে। আপনি টর্চলাইট জ্বালিয়ে ক্যামেরা থেকে ৩-৪ ফিট দূরে দাড়ান।

১০ সেকেন্ড পর যখন শাটার খূলবে জলন্ত টর্চলাইট দিয়ে শুন্যে কিছু লিখুন বা আকুন। মনে রাখবে আপনার সময় ৫-৮ সেকেন্ড (যেটা শাটার স্পিড হিসেবে সেট করেছেন)। যদি শাটার বন্ধ জওয়ার আগেই আপনার লেখা বা আকা শেষ হয়ে যায় তবে টর্চলাইট নিভিয়ে (অফ) করে ফেলুন। এবার প্রিভিউতে দেখুন কি দেখা যায়। প্রথমবারেই হয়তো পারফেক্ট হবে না।

ট্রায়াল এন্ড এরর সিস্টেমে চালিয়ে যান। আমি সর্বাংশে সফল হইনি একারণে যে এখনও পূরো একটি শব্দ লিখতে পারিনি। লেখাগুলো জড়িয়ে যায়। হয়তো আপনি পেরে যাবেন। আরেকটা কথা লেখা কিন্তু উল্টা আসবে।

যে কোন ইমেজ এডিটিং সফটওয়্যার দিয়ে সোজা করে ফেলুন। এই সেই ইউটিউব ভিডিও... হ্যাপি লাইট পেইন্টিং !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।