পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬,৩৭১ কিলোমিটার। ১০০০ মিটারে এক কিলোমিটার। এখান থেকে ৬,৩৭১ কিলোমিটার সম্পর্কে আমরা একটা ধারনা পাই। পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব ১৪৯,৫৯৭,৮৮৭ কিলোমিটার। বিভিন্ন মহাজাগতিক বস্তুর দুরত্ব এতোটাই বিশাল যে কিলোমিটার স্কেলে তা প্রকাশ করতে বিশাল বিশাল সংখ্যা ব্যবহার করতে হয়।
এ সমস্যা দুর করতে আরও দুইটি স্কেল ব্যবহার করা হয়।
প্রথম স্কেলটি হলো এ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (au)। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব = ১ au = ১৪৯,৫৯৭,৮৮৭ কিলোমিটার। তবে ১ au এর বেশ কয়েকটি মান প্রচলিত আছে যেগুলো খুবই কাছাকাছি। অনেক সময় au কে ua হিসেবেই প্রকাশ করা হয়।
অপর স্কেলটি হচ্ছে লাইট ইয়ার। ১ লাইট ইয়ার (ly)
= শুন্য মাধ্যমে আলো এক বছরে (জুলিয়ান বছর) যতটুকু পথ অতিক্রম করে
= ৯,৪৬০,৭৩০,৪৭২,৫৮০.৮ কিলোমিটার
= প্রায় ৫,৮৭৮,৬৩০,০০০ মাইল
= প্রায় ৬৩,২৪১.১ au
= প্রায় ০.৩০৬৬০১ পারসেক। পারসেক আরেকটি মহাজাগতিক স্কেল। ১ পারসেক = ৩০,৮৫৭,০০০,০০০,০০০ কিলোমিটার।
সূর্যের নিকটতম প্রতিবেশী হচ্ছেঃ
আলফা সেঞ্চুরী সিস্টেম- এ সিস্টেমে তিনটি নক্ষত্র আছে- প্রক্সিমা সেঞ্চুরী, আলফা সেঞ্চুরী এ, ও আলফা সেঞ্চুরী
বি।
নিনটি নক্ষত্র একে অপরকে ঘিরে পাক খাচ্ছে। সূর্য থেকে এ সিস্টেমের গড় দুরত্ব ৪.৩৬৫ ±০.০০৭ ly (১.৩৩৮ ± ০.০০২ pc)।
বার্নার্ডস স্টার- সূর্য থেকে দুরত্ব ৫.৯৮ ± ০.০০৩ ly ।
উলফ৩৫৯- সূর্য থেকে দুরত্ব ৭.৭৮ ± ০.০০৪ ly । ly
ল্যালান্ডি- সূর্য থেকে দুরত্ব ৮.৩২ ly
অসংখ্যা নক্ষত্র একসাথে থেকে থেকে তৈরী করে গ্যালাক্সী।
আমাদের সূর্য যে গ্যালাক্সীতে তার নাম মিল্কিওয়ে।
মিল্কিওয়ের সেন্টারের ইনফ্রারেড ছবি।
সাম্প্রতিক বিশ্লেষন অনুসারে মিল্কিওয়ে ১০০-৪০০ বিলিয়ন নক্ষত্র নিয়ে তৈরী। মিল্কিওয়ের আকৃতি অনেকটা স্পাইরাল ডিস্কের মতো। ডিস্কের ব্যাস প্রায় ১০০,০০০ লাইট ইয়ার আর উচ্চতা প্রায় ১,০০০ লাইট ইয়ার।
পৃথিবী থেকে মহাবিশ্বের যতটুকু দেখা যায় তাকে বলে দৃশ্যমান বিশ্ব। দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস ৯৩ বিলিয়ন লাইট ইয়ার বা ৮৮০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ কিলোমিটার।
হাবল টেলিস্কোপ দিয়ে তোলা দৃশ্যমান মহাবিশ্বের গ্যালাক্সী সমুহের সামান্য একটি অংশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।