আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ নামা ।



প্রথমেই স্বীকার করে নিচ্ছি মামায় একটু প্রমিক মনা বেহায়া। আমাদের নেতারা না জানায়ে বা সব ম্যানেজ করে মজা করে আর উনি ক্ষমতার জোরে ডোন্ট কেয়ার কন্ডিশনে ওসব করেছেন। কিন্তু বর্তমানে ---- *** নেতা নেত্রীরা কি সব নগ্নতা করছে যা এরশাদকে ছাড়িয়ে গেছে। (ফিডেন,তারেক,মামুন) *** বর্তমানের দুর্নীতি এরশাদের দুর্নীতিকে ছাড়িয়ে গেছে। *** এরশাদ ঢাকার বড় বড় রাস্তা/বাধ তৈরী করেছেন। ***এরশাদ ছাত্ররাজনীতি বন্দের উদ্যাগ নিয়েছেলেন বলে তার এ পরিণতি। *** এরশাদের সাথে সবাই মুনাফিকি করেছে-( মন্জু,মওদুদ) ***ক্ষমতায় যাবার সিড়ি হিসেবে তাকে ব্যবহার করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।