ভালোকিছুর সন্ধানে নিরন্তর হেঁটে চলা পথের এক ক্লান্ত পথিক ... আমি।
জাহাজ
একবার কোনো কারণে গোপাল ভাঁড়ের খুব মেজাজ খারাপ। নদীর ধার দিয়ে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছিল। পথে দুই লোক তাকে আটকাল। একজন আরেকজনকে দেখিয়ে বলল, ওনাকে চেনো, গোপাল?
—না।
—আরে, উনি বিদ্যার জাহাজ...তোমার মতো গবেট নন।
শুনে গোপাল ওই বিদ্যার জাহাজ লোকটাকে ঠেলে নদীতে ফেলে দিয়ে ফের হাঁটা দিল।
‘এ কী করলে তুমি?’ হায় হায় করে উঠল লোকটা!
—জাহাজটাকে নদীতে ভাসিয়ে দিলাম আর কি।
দুটো
গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না।
রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কী গোপাল, গতকাল আসনি কেন?
—আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই...।
—এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ।
—ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পা...ঠিক আমার বলদের মতোই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।