love to singing
গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাই ছাত্রলীগের সাবেক নেতার
চট্টগ্রাম নগরের ওমরগনি এম ই এস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিন মো. সাইফুদ্দিন (৩৫) পুলিশ ও Rab সেজে ছিনতাই করতেন। হাতকড়া, ওয়্যারলেস সেট নিয়ে প্রায় তিন বছর ধরে এভাবে ছিনতাই করছেন তিনি। পুলিশের জিজ্ঞাসাবাদে আমিন নিজেই এসব তথ্য জানান।
পুলিশ সূত্র জানায়, তিন দিন ধরে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইয়ের অভিযোগে আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাইকাজে ব্যবহূত একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়।
এম ই এস কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন সাইফুদ্দিন। গত বছর এই কমিটি বিলুপ্ত হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে ফজলুল করিম (৩৬) নামে সাবেক এক স্বেচ্ছাসেবক লীগের নেতাও রয়েছেন। করিম এই ছিনতাইকারী দলটির নেতা।
এর আগে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় মাইক্রোবাসের চালক আলী আজগর (২৫) ও মো. জাবেদকে (২৩)।
তাঁদের গত ২৬ আগস্ট গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁরা নানা তথ্য দেন। তাঁদের তথ্যের ভিত্তিতে করিম ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রলীগের সাবেক নেতা আমিন থানা হাজতে জানান, তিন-চার বছর ধরে তিনি ছিনতাইকাজে জড়িত। হাতকড়া, ওয়্যারলেস নিয়ে গোয়েন্দা পুলিশ সেজে তাঁরা ছিনতাই করতেন।
করিম তাঁদের টাকা বহনকারী ব্যক্তির তথ্য দিতেন। হাতকড়া ও ওয়্যারলেস সরবরাহ করতেন করিম। করিম ছিনতাই করা অর্থের ৪০ শতাংশ পেতেন।
মাইক্রোবাসের চালক আজগর দাবি করেন, করিম নিজেই তাঁর গাড়ি ভাড়া করে প্রায় এক বছর ধরে ছিনতাই করছেন। করিম দাবি করেন, তিনি সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন।
তিনি পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সূত্র : প্রথম আলো-২৯-৮-২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।