৮২২ সৌর বছর আগে ১১৯১ সালের এই দিনে ফিলিস্তিনে ইউরোপীয় শক্তিগুলোর ক্রুসেড যুদ্ধ চলাকালে ইংল্যান্ডের রাজা রিচার্ড প্রায় তিন হাজার বেসামরিক মুসলিম নারী-পুরুষ ও শিশু বন্দীকে কাপুরুষোচিতভাবে হত্যা করে। এই বন্দিরা ছিল শেকলে বাঁধা বা শৃঙ্খলিত।
এই বর্বোরোচিত গণহত্যা ইতিহাসে আইয়্যাদিয়াহ গণহত্যা নামে পরিচিত। ক্রুসেডারদের হাতে 'একর' অঞ্চলের পতনের পর এ গণহত্যা চালায় ইংরেজ রাজা রিচার্ড।
আর এ থেকেই বোঝা যায় ইংরেজ রাজা রিচার্ড ছিল এক রক্তপিপাসু সন্ত্রাসী।
অথচ ব্রিটিশ লেখকরা রিচার্ডকে সৌজন্যপরায়ন ও অতি-উদার বীর বলে পক্ষপাতপূর্ণ প্রচারণা চালিয়ে এসেছে।
সে যুগের মুসলিম বাহিনী সুপরিকল্পিত ও ঠাণ্ডা মাথার এই গণহত্যা ঠেকানোর চেষ্টা করেছিল। কিন্তু খ্রিস্টান ক্রুসেডাররা সংখ্যায় অনেক কম মুসলিম সেনাদের প্রতিরোধ বানচাল করে দেয়।
মুসলমানদের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্রুসেডের যুদ্ধ চালিয়েছিল ইউরোপের সম্মিলিত খ্রিস্টান শক্তিগুলো। ধর্মান্ধ ক্রুসেডাররা বেশ কয়েক বার ফিলিস্তিনসহ আশপাশের নানা মুসলিম ভূখণ্ডে লাখ লাখ বেসামরিক মুসলমানদের হত্যা করেছিল ।
সুত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।