আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গল্প: টোনাটুনির পিঠে খাওয়া-২



তারপর টোনা গেল লবণের দোকানীর কাছে। গিয়ে দোকানীকে বললো ও দোকানী... দেখ তো কত পথ হেটে এলাম। একটু বসতে দাও তো। দোকানী বলে আরে টোনা, তা বোস না ওই লবণের বস্তার উপর। যেইনা দোকানী এই কথা বললো টোনা তো লবণের বস্তার উপর বসে বস্তা নিয়েই দৌড়।

সবকিছু জোগাড় করে টুনির কাছে দিয়ে টোনা গেল জংগলে কাঠ আনতে। গিয়ে টোনা দেখে কত মরা গাছের ডাল। দেখে তো টোনা মহা খুশি। টোনা এ ডাল ভাঙে কড়কড়, ও ডাল ভাঙে মরমর, সে ডাল ভাঙে চড়চড়। কিন্তু হল কি ডাল ভাঙার শব্দ পেয়ে বাঘ মামা এসে হাজির হল।

বাঘ এসে হুংকার দিলো, হালুম, আমার জংগলে কে রে? কে ডাল ভাংগে? তার ঘাড় মটকাই যদি তবেই না আমার শান্তি। টোনা তো দেখে মহা বিপদ। টোনা তখন বুদ্ধি করে বলে.. এই যে বাঘমামা, আমি তোমার টোনা। তা তোমার ভাগনে বউ টুনি বললো কি, বাঘ মামাকে তো অনেক দিন দেখিনা, আজ একটু ওনাকে দাওয়াত করে এস পিঠে খাওয়াবো। তাই তো আমি এলুম, আর পিঠে বানাতে চুলা জ্বালাতে হবে, তাই একটু মরা ডাল নিবো।

বাঘ তো পিঠা খাওয়ার কথা শুনে মহা খুশি। সে বললো তা বেশ বেশ। আয় আমি তোকে ডাল ভেংগে বাড়ি পৌছে দিচ্ছি । এ কথা বলে বাঘ মড়মড় করে জংগলের ডালপালা ভেংগে বয়ে নিয়ে চললো টোনার বাড়ি। আর আসার সময় বলে এল পিঠা খেতে বিকালে আসবে।

এরপর তো টুনি পিঠা বানায় আর টোনা বসে বসে খায়। টোনা পিঠে বানায় আর টুনি বসে বসে খায়। এমন করতে করতে সব পিঠা খাওয়া শেষ। বাকি আছে অল্প একটু চালের গুড়া। তখন টোনার মনে পড়লো বিকাল হয়ে আসছে।

বাঘ এসে যদি পিঠা না পায় তবে টোনাকেই চিবিয়ে খাবে। কি করে ,কি করে ভাবতে ভাবতে টোনা বলে হুররে, পেয়েছি বুদ্ধি । এ কথা বলে টোনা করলোকি, মাটি দিয়ে কিছু পিঠা বানিয়ে তার উপর ভাল দু একটি পিঠা সাজিয়ে রেখে দিল। এরপর ওরা লুকিয়ে র্ইলো একটি মাটির হাড়িতে। একটু পরেই বাঘ এল।

বাঘ এসে ডাক ছাড়লো কইরে টোনা -টুনি। কিন্তু টোনা টুনি তো সাড়া দেয়না। ডাকাডাকি করে টোনাটুনিকে না পেয়ে বাঘ ঘরে ঢুকে দেখে পিঠা সাজানো আছে। দেখে বাঘ বলে বাহ,বাহ, কি মজার পিঠা। বলে বাঘ খাওয়া শুরু করলো।

দুইটি পিঠা খেয়ে যেইনা বাঘ আর একটি পিঠা মুখে পুরে কামড় দিয়েছে অমনি, মাটির দলা বের হল পিঠা থেকে। বাঘ ভাবে এ কি?? এরপর বাঘ যেই পিঠাই মুখে দেয়, সবই শুধু মাটি। তা দেখে রেগে মেগে বাঘ তো হুংকার দিয়ে উঠলো। কি রে টোনাটুনি,আমার সাথে প্রতারণা। আজ তোদের একদিন কি আমার একদিন।

আজ তোদের খাবোই... হালুম। বাঘের কথা শুনে টোনাটুনি তো হাঁড়ির ভিতর কাঁপছে। আর বাঘ ওদের সারা বাড়ি খুঁজে ফিরছে। এমন সময় হল কি, টুনি দিলো এক বিশাল হাঁচি... হ্যাচ্চো...। সেই শব্দে মাটির হাঁড়ি গেল ফেটে আর হাঁড়ি ফাটার শব্দ শুণে ভয় পেয়ে বোকা বাঘ দিল ভোঁ দৌড়।

সেই যে বাঘ পালালো আর টোনাটুনির বাঢ়ির ধারে কাছে এলোনা। টোনাটুনিও মনের সুখে দিন কাঁটাতে লাগলো। নটে গাছটি মুড়োলো আমার গল্প ফুরোলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.