পরিশ্রান্ত পর্যটন
গোলাম কিবরিয়া পিনু
কোন্ ত্রিবেণীতে গিয়ে বেণী খুলে দিলে
দৈর্ঘ্যে দৈর্ঘ্যে হলো বুদ্ধিনাশ
তারপর উদভ্রমণে আরও সর্বনাশ !
রজনী কি শুধু বিলাস ও কামে ব্যবহৃত হবে ?
তুরীয়ানন্দে বিচারবিমূঢ় হয়ে
একনীড় ছেড়ে অন্যনীড়ে
অমিতচারিতা !
তিন-আঠির তালফল নিয়ে নেচে নেচে
কোন্ বনে যাও ?
সেখানে পোড়াও কোন্ নিরীহ উদ্ভিদ
আগুনের আঁচে
নিজের আব্রুও থাকছে না।
পরিভ্রান্ত পর্যটনে বিকল-বিহ্বল
হয়ে পড়ে শিশু-সন্তানও !
যথেচ্ছাচার মাতৃত্ব রক্ষা করতে পারে না !
শুধুই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নিয়ে
তপোগিরিতে তপস্যা হয়না,
ক্ষিধা জাগলেও দ্বিধা থাকে মানুষের !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।