ফেসবুক আইডি:নাই
স্বামীর চিকিৎসার জন্য কারাগার ও হাসপাতালে ঘুরে পরিশ্রান্ত হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী। গতকাল রাতে অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই অভিযোগ করেছেন কারাবন্দি মিলনের স্ত্রী বেবী।
অভিযোগে তিনি বলেন, গত ১৯ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মেডিকেল বোর্ড গঠন করে উন্নত চিকিৎসার জন্য মিলনকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ওই রাতে মিলনকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরদিন সকালে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হলে তাকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।
ভাসকুলার সাজারী বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরীর অধীনে মিলন চিকিৎসা নিচ্ছেন। ভর্তির পরও একাধিকবার সিট সংকট দেখিয়ে তাকে ফিরিয়ে নেয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
২১ জুন তাকে পুনরায় বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। কিন্তু প্রিজন সেলে সিট না থাকায় কেবিন বরাদ্ধের জন্য আবেদন করে ব্যর্থ হন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে প্রিজন সেলে তার স্বামীর ঠাঁই হতো বলে তিনি মন্তব্য করেন।
এর সবকিছুই কারা কর্তৃপক্ষ ও হাসপাতালের কর্মকর্তাদের কারসাজি। এ বিষয়ে বেবী হাসপাতালের তত্বাবধায়ক ব্রি. জেনারেল মজিদ ভুইয়ার কাছে অভিযোগ করেও কোনো প্রতিউত্তর পাননি। এছাড়া কারা কর্মকর্তাদের কাছে বার বার ধর্না দিয়ে হাসপাতালে ভর্তি করাতে পারছেন না। ফলে সুষ্ট চিকিৎসার অভাবে তার স্বামী মিলনের শারিরীক অবস্থার অবনতি হচ্ছে বলেও বেবী অভিযোগ করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।