আমাদের কথা খুঁজে নিন

   

BAL এর ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত এবং আগামি দিনগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে যেই প্রশ্ন গুলো আসতে পারে -------- পর্ব ৮

হাতুড়ি মারা উচিত ১) আমি হরতাল দিলে তা গণতন্ত্র ও স্বাধীনতা চেতনা রক্ষার জন্য- অন্যে দিলে নয়- শৈক হাসিনার এই উক্তির মূল্যায়ন কর। ২) তত্ত্বাবধায়ক সরকারের জণ্য ১৭৩ দিন হরতাল দিয়া জগগনের জন্য তা প্রতিষ্ঠার করার পরও, আদালতের রায়কে উপেক্ষা করিয়া সংবিধান সংশোধনের পরও আওয়ামীলীগ সংবিধান অবমাননার দায়ে দোষী নয়- আওয়ামী দলীয় নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বিশ্লেষন কর। ৩) পদ্মা শুকিয়ে যাবার পিছনে দেশদ্রোহীদের সূদূর প্রসারী চক্রান্তে- যতদিন রবে পদ্মা মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান- এই বাণীকে মিথ্যা প্রতিপন্নক করার কোন যোগসাজশ আছে কিনা প্রমাণ কর। ৪) বাকশাল একটি গণতান্ত্রিক, স্বাধীনতার চেতনাময় স্বৈরশাসন! উক্তিটির যর্থার্থতা যাচাই কর। ১১)“BTV সত্য সংবাদ উৎপাদন করে আর অন্য চ্যানেলগুলো তার সুষম বণ্টন নিশ্চিত করে”-কীভাবে ? ব্যাখ্যা কর।

১২) সরকারের সাফল্য জনগণের মাঝে পৌঁছে দিতে কোনটি মুখ্য ভুমিকা পালন করছে- ব্লগ, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র নাকি টিভি চ্যানেলসমূহ ? যুক্তি দাও। ১৩) বর্তমানে টক শো এর উপস্থাপক হতে গেলে কি কি গুনাবলি ও যোগ্যতা আবশ্যক? নীচের স্বনামধন্য টক শো এর উপস্থাপকদের সম্পর্কে যা জান লিখ (যেকোনো ৪ টি)ঃ ১.মিথিলা ফারজানা ২. সামিয়া রহমান ৩.তুশার আব্দুল্লাহ ৪. মুস্তফা ফিরোজ ৫.শামল দত্ত ৬. মঞ্জুরুল আহসান বুলবুল ৭. আরাফাত ১৪) বাংলাদেশ পুলিশ এর আধুনিকায়ন-এ বর্তমান সরকারের সাফল্য বর্ণনা কর। টীকা লিখ (যেকোনো ৫ টি)ঃ পিপার স্প্রে, টিয়ার শেল, রাবার বুলেট, শর্ট গান, সাজয়া জান, ক্রস ফায়ার, জল কামান, ভারি অস্ত্র, দেখামাত্র গুলি। ১৫) শামিম ওস্মান ও মুরাদ জং কোন সংগঠনের প্রতিনিধি? ওই সংগঠনের সাংগঠনিক শক্তি বর্ধনে তাদের ভুমিকা লিখ। ১৬) জঙ্গি সংগঠনের প্রচার ও প্রসারে ইসলামি ব্যাংক এর বিতর্কিত ও নাক্কারজনক ভুমিকা সম্পর্কে অর্থনীতিবিদ আবুল বারাকাতের গবেষণা প্রতিবেদন সম্পর্কে যা জান লিখ।

১৭) চোদ্দ দলের শরীক চোদ্দটি দলের নাম লিখ। “ খুন, দুরনিতি আর গুম চোদ্দদল বাদে বাকি দলগুলোর গুন”- ব্যাখ্যা কর। ১৮) জীবনানন্দ দাশের রূপসী বাংলা ও সোনালি ব্যাংক এর রূপসী বাংলায় যেসব চরিত্রের কথা বলা হয়েছে তাদের সরুপ উন্মোচন কর। ১৯) পিলখানা ট্রাজেডি ও মতিঝিল ট্রাজেডির গুজব মোকাবিলায় সরকারের বলিষ্ঠ ভুমিকা ব্যাখ্যা কর। ২০) নোবেল প্রাইজ কি? আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সৈয়দ আশরাফের মতে কীভাবে নোবেল প্রাইজ অর্জন করা সম্ভব? এ বক্তব্য-এর স্বপক্ষে যুক্তি দাও।

১৭) চোদ্দ দলের শরীক চোদ্দটি দলের নাম লিখ। “ খুন, দুরনিতি আর গুম চোদ্দদল বাদে বাকি দলগুলোর গুন”- ব্যাখ্যা কর। ১৮) জীবনানন্দ দাশের রূপসী বাংলা ও সোনালি ব্যাংক এর রূপসী বাংলায় যেসব চরিত্রের কথা বলা হয়েছে তাদের সরুপ উন্মোচন কর। ১৯) পিলখানা ট্রাজেডি ও মতিঝিল ট্রাজেডির গুজব মোকাবিলায় সরকারের বলিষ্ঠ ভুমিকা ব্যাখ্যা কর। ২০) নোবেল প্রাইজ কি? আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সৈয়দ আশরাফের মতে কীভাবে নোবেল প্রাইজ অর্জন করা সম্ভব? এ বক্তব্য-এর স্বপক্ষে যুক্তি দাও।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।