সত্যের অন্বেষণ করতে হবে স্পষ্ট দিবালোকে যাতে সত্য এবং মিথ্যা পরিষ্কার দেখা যায়। বর্তমানের আলো-আঁধারিতে যারা সত্য পেয়েছেন বলে উল্লাস ছড়াচ্ছেন, তাদেরকে বলি -
প্রতিটি অপরাধের বিচার হতে হবে এবং তা হতে হবে সত্যিকার বিচারিক পরিবেশে।
তিন লক্ষ শহীদ এবং মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে জাতি এক ‘মহামানব’-কে নিশ্চিত মৃত্যুর গুহা হতে ফিরিয়ে এনেছিল, সেই ‘মহামানব’ স্বদেশে ফিরে ‘৭১ হতে ‘৭৫ এই জাতির জন্য কি করেছেন?
যুদ্ধাপরাধের বিচার হতে হবে, তেমনি বিচার হতে হবে সকল অপরাধের। অপরাধের কোন রং নাই, জাতি নাই, কোন ধর্ম নাই। অপরাধ, অপরাধই। কিন্তু, যারা বিচার-বিচার খেলা করে হীন রাজনীতি করে আসছেন দশকের পর দশক, সকল জঘন্য অপরাধের ভুক্তভোগীদের পক্ষ হতে তাদের জন্য থাকলো পরম অভিশাপ।
এই পাপীদেরই বিচার হওয়া প্রয়োজন সবার আগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।