সুখীমানুষ
বেয়ারা গান পোষ মানেনা কণ্ঠে কিছুতেই
সুরের খেয়াল রাখি তো কথাই দেখি নেই।
জীবন নাকি হয়না সফল আপোড়া হৃদয়ে
না না না বলো না কোন সে উপায়ে
পুড়লো হৃদয়, দোষ কারো নয়
যে পড়ে সে জানে প্রেম এমনি এমনি হয়।
এখন কণ্ঠ আমার রোধ হয়ে যায় শুধু
আলেয়ার মত সুর জাগে মনে মরুভূমি ধূধূ।
স্বভাব সুরে স্বরে আসে গান
কিসের নিয়ম যখন গেয়ে ওঠে প্রাণ
বেয়ারা গানই বন্ধু এখন আমার
কে জানে এরই মধ্যে দু'একটি হয়ত পছন্দ তার।
২০/৮/২০১৩, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।