আমাদের কথা খুঁজে নিন

   

বেয়ারা অনলাইন টুলবার ও কাস্টম সার্চ প্রোভাইডার এর হাত থেকে আপনার ব্রাউজারকে মুক্ত করুন চিরতরে ।(সচিত্র টিউটোরিয়াল )

"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson আমরা সাধারণত অনলাইন এ প্রতিনিয়ত বিভিন্ন প্রকার অনলাইন টুলবার এর সাথে পরিচিত হয়ে থাকি। এই টুলবার গুলি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আছিলায় জায়গা করে নেয় আমাদের ওয়েব ব্রাউজার এ। ক্রমে এই টুলবার এবং কাস্টম সার্চ প্রোভাইডারগুলি ব্রাউজারকে গতিহীন এবং আমাদের কে বিরক্ত কারে তোলে। এর ফলে আমরা যখন এই জঞ্জালগুলোকে দূর করতে যাই তখন শুরু হয় আসল যন্ত্রণা । এতো সহজে তো আপনার ব্রাউজারকে মুক্তি দেবে না এই সকল টুল বার কাম কাস্টম সার্চ প্রোভাইডাররা।

তাহলে উপায়? এখানে বলে রাখা ভাল যে বেশ কয়েকটি কাস্টম সার্চ প্রোভাইডার কে আমারা খুব সহজে বিদায় জানাতে পারলেও কিছু বেয়ারা টুল বার যেমন Babylonনামক বেয়ারা টুল বার টিকে আনইন্সটল করার পর ও এটি থেকে যায় আপনার কম্পিউটার এ। তাহলে উপায়, এবার আসি উপায় গুলিতে যার মাধ্যমে আপনি এই বেয়ারা টুলবার Babylon এবং এই প্রকারের অনলাইন টুলবার এবং কাস্টম সার্চ প্রোভাইডার এর হাত থেকে আপনার ব্রাউজারকে মুক্ত করতে পারবেন চিরতরে। স্টেপ ১ ঃ Click Start ->Control Panel → Add/Remove Programs. If you are using Windows Vista or Windows 7, select Control Panel → Uninstall a Program. স্টেপ ২ ঃ ইন্টারনেট এক্সপ্লোরার থেকে রিমুভ করুন বেয়ারা টুলবার Babylon কে Open Internet Explorer. Go to Tools → Manage Add-ons. উপরের ধাপ গুলিকে ফলো করুন । ডিসেবেল এবং পরবর্তী ধাপ এ রিমুভ করুন । স্টেপ ৩ ঃ Open Registry Editor (regedit). স্টার্ট ->রান Find the key:HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftInternet ExplorerAboutURLs Change the entry that points to Babylon search, to the one you desire. আপনার কাজ শেষ আপনার ইন্টারনেট এক্সপ্লোরার Babylon search মুক্ত।

স্টেপ ৪ ঃ Mozilla Firefox কে Babylon search মুক্ত করুন । open Mozilla Firefox. Go to Tools → Add-ons. Babylon search এর সমস্ত এক্সটেন্সান গুলিকে রিমুভ করুন । স্টেপ ৫ ঃ Click the small magnifier icon at the right top corner as shown in below picture. Select Manage Search Engines... . Select Search the web (Babylon) and click Remove button. Click OK to save the changes. স্টেপ ৬ ঃ Mozilla Firefox এর url box এ টাইপ করুন "about:config" Click I'll be careful, I promise! to continue. In the filter at the top, type: babylon সমস্ত preferences গুলিকে রিসেট করুন । এবং একই সঙ্গে Tools → Options এ General tab এ হোম পেজ রিসেট করুন। ব্যাস আপনার Mozilla Firefox Babylon Search মুক্ত।

স্টেপ ৭ ঃ আপনার Google Chrome কে Babylon Search মুক্ত করুন Click on the wrench icon as shown below. Go to Tools → Extensions. Select Babylon Chrome OCR and click Uninstall. Click on Customize and control Google Chrome icon and select Options. Choose Basic Options. Change Google Chrome homepage to google.com or any other and click the Manage search engines... button. সব শেষে গুগল কে আপনার default search engine রুপে সিলেক্ট করুন । আপনার কাজ শেষ । ক্রেডিট ঃ anvisoft  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।