অনেকেই হয়ত লক্ষ্য করেছেন, নিউজ ফিডে কিছু পরিবর্তন এনেছে ফেসবুক। নতুন একটি ফিচার ‘স্টোরি বাম্পিং’ এর মাধ্যমে ফেসবুক এলগরিদম পরিবর্তন করে নিউজ ফিডে এই অভিনবত্ব আনা হয়েছে। শেষবার ফেসবুকে লগইন করার পর যেসব নিউজ ফিড ব্যবহারকারীর অগোচরে থেকে যেত, সেগুলোই পরেরবার লগইন করার সময় সর্বশেষ পোস্টগুলোর সাথে একত্রে দেখা যাবে। এতে করে পোস্ট পড়া বা শেয়ার করার হার ৫৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশ অর্থাৎ প্রায় ১৩ গুন। ফেসবুক ব্যবহারকারী নিজেই নিউজ ফিড নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের ইচ্ছেমত। যেভাবে ফেসবুকের নিউজ ফিড নিয়ন্ত্রণ করবেন:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।