বুধবার সকাল সোয়া ৯টার দিকে রামপুরা আবুল হোটেলের পেছনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মোকতার হোসেন (২৮) রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দুবৃর্ত্ত সকালে মোকতারকে উপুর্যুপুরি ছুরি মেরে পালিয়ে যায়। ”
পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১২টার দিকে মারা যান মোকতার।
ওসি বলেন, “হত্যার কারণ এখনো জানা যায়নি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ”
আবুল হোটেলের পেছনের এলাকাতেই থাকতেন মোকতার। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই রাতে গুলশানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন যুবলীগ নেতা জাহিদ সিদ্দিক তারেক গ্রেপ্তারের পর র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।