বুধবার বিকেলে সংগঠনের আহ্বায়ক রাফিউর রাব্বির শহরের শায়েস্তা খান সড়কের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ মে বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন, ২০ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, ২৫ মে সকাল দশটায় চাষাঢ়া শহীদ মিনারে গণঅনশন, ৩১ মে ঢাকায় গণসমাবেশ এবং ৭ জুন নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেটে সমাবেশ ও সন্ত্রাস বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে।
এ সময় সেখানে সংগঠনের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহম্মেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা হিমাংশু সাহা, ন্যাপের অ্যাডভোকেট আওলাদ হোসেন, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক ও ত্বকী মঞ্চের সহকারি সদস্য সচিব জহিরুল ইসলাম, সমগীতের কেন্দ্রীয় সমন্বয়ক অমল আকাশ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।