আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের দাবিকে ‘খামোখা’ বললেন অর্থমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ‘খামোখা’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সিলেটে একটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সমাধান অবশ্যই হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার দাবি খামোখা।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আগে কখন গ্রেনেড-বোমা হামলা হবে, এই আতঙ্কে দেশে একসময় সভা-সমাবেশ করা যেত না। বর্তমান সরকারের আমলে এই অবস্থার অবসান হয়েছে। জঙ্গিবাদ নির্মূলে সরকারের কঠোরতায় এমন উন্নতি হয়েছে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।