আমাদের কথা খুঁজে নিন

   

বারকোড কালেকশন (ওয়েবসাইটের সহায়তায় বানানো) (বারকোড কি? কিভাবে বানায়???)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

বারকোড মেশিনে তৈরী একপ্রকারের সাংকেতিক কথা।

বড় বড় শপিংমলে শপিং করতে গেলে দেখবেন জিনিসের সাথে লাগানো ছোট্ট কাগজে যেখানে দাম লেখা আছে তার একটু উপরেই কালো কালো কিছু দাগ দেওয়া। যা দেখতে অনেকটা এরকম (█ ██ █)। একটি ছোট্ট যন্ত্র কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্য থেকে লাল আলো বের হয়। ঐ যন্ত্রটিকে এই কালো কালো দাগগুলোর উপরে ধরলেই কম্পিউটারে জিনিসটির নাম এবং মূল্য চলে আসে। মূলত যাতে বড় কোন হিসাব করতে ভূল না হয় সেজন্যে ব্যবহার করা হয় এই বারকোড।

প্রকৃতপক্ষে বারকোড এমন একটি কোড যা যন্ত্র ছাড়া পড়া প্রায় অসম্ভব! যন্ত্রদিকে ধরলেই সুন্দরভাবে বলে দেবে বারকোডের মধ্যে কি কথা লুকানো আছে। বেশ কিছু ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে বারকোড তৈরী করা যায় এবং রিড করা যায়। আমি এ পর্যন্ত বারকোড তৈরী করার জন্য সবচেয়ে কার্যকর সাইট দেখেছি এটাকে । আর রিড করার জন্য এইটা । বানিয়েছি বেশ কিছু বারকোড।

সেগুলোকে এখানে দিয়ে দিলাম। Barcode Forgive Me Heaven Hell Honesty is the best policy I hate you I love you Life is not a bed of rose Love is not a game No Nobody is perfect, I am nobody Remove me Tajul Islam Munna Truth What is love? Yes সবাই ভাল থাকবেন। -হ্যাপি ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।