আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে যুবকদের বেকারত্বের হার বাড়ছেই

জীবন এর গল্প অােছ বািক অল্প

জেনেভা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালে বিশ্বে যুবকদের বেকারত্বের হার রেকর্ড গড়তে পারে বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে। আর এতে করে সামাজিক অস্থিরতা, অপরাধ ও সহিংসতা বাড়বে বলেও জানিয়েছে তারা। জাতিসংঘের এই সংস্থার মতে, সারা বিশ্বের ১৫-২৪ বছর বয়সী শ্রমিকের ১৩ শতাংশেরও বেশি এ বছরের শেষ নাগাদ বেকার হয়ে যাবে। আইএলও তার প্রতিবেদনে জানিয়েছে, এর অর্থ হচ্ছে, কাজ করার জন্য উপযুক্ত ৮ কোটি ১০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। ২০০৯ সালের তুলনায় এ সংখ্যা কিছুটা বেশি হলেও ২০০৭ সালের তুলনায় তা অনেক বেশি।

২০০৭ সালের শেষভাগে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর ২০০৯ সালের শেষ নাগাদ বেকার যুবকের সংখ্যা বেড়েছে ৭০ লাখ ৮০ হাজার। প্রতিবেদনে বলা হয়, "চাকরি না পেলে অল্পবয়সীদের মধ্যে নিরর্থকতা ও অলসতার বোধ সৃষ্টি হয় যা অপরাধ, মানসিক স্বাস্থ্য সমস্যা, সহিংসতা, দ্বন্দ্ব ও মাদক গ্রহণের প্রবণতা বাড়ায়। " এতে বলা হয়েছে, প্রত্যাশিত বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার সত্ত্বেও ২০১১ সাল নাগাদ যুবকদের মধ্যে বেকারত্বের হার অব্যাহত থাকার আভাস দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এটি দ্রুত গতিতে বাড়লেও অন্যান্য সব অঞ্চলে এ হার কম থাকবে। 'আইএলও গ্লোবাল অ্যাম�য়মেন্ট ট্রেন্ডস ফর ইয়ুথ ২০১০' শীর্ষক প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংস্থার মহাপরিচালক জুয়ান সোমাভিয়া বলেন, এ প্রবণতা মোকাবিলা করতে ধনী ও দরিদ্র দেশের সরকারের উচিত শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫০ঘ. View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।